মোহনবাগানের (Mohunbagan SG) নির্ভরযোগ্য ডিফেন্ডার (Defender) আশিস রাই (Asish Rai) গত কয়েক বছর ধরে নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ (ISL), প্রতিটি টুর্নামেন্টেই তাঁর দুরন্ত খেলায় মুগ্ধ সকলেই। এ বছরও তিনি নিজের খেলার ধারাবাহিকতা বজায় রেখে দলের সাফল্যে বড় ভূমিকা পালন করছেন। তারই পুরস্কারস্বরূপ ভারতীয় জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজের শিবিরে ডাক পেয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত, মালয়েশিয়ার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ন ম্যাচ খেলার আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। এবার সম্বভত চেন্নাই (Chennaiyin FC) ম্যাচেও খেলতে দেখা যাবে না এই বাগান তারকাকে।
Mohammedan SC : বেঙ্গালুরু ম্যাচে নিষেধাজ্ঞা জারি মহামেডান ক্লাবের!
জাতীয় শিবিরে যাওয়ার পর আশিস রাই হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়েছিলেন। চোটের প্রকৃত কারণ সম্পর্কে প্রথমদিকে খুব একটা ধারণা করা না গেলেও পরবর্তীতে মেডিকেল পরীক্ষার রিপোর্টে চোট সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে। চিকিৎসকরা জানিয়েছিলেন, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এর ফলে আসন্ন ম্যাচগুলিতে মোহনবাগানের রক্ষণভাগে এই তারকা ডিফেন্ডারের উপস্থিতি অনিশ্চিত।
আশিসের অনুপস্থিতি শুধু মোহনবাগানের নয়, সমর্থকদের কাছেও বড় ধাক্কা। কারণ দলের রক্ষণে তিনি শুধু শক্তি যোগানই দেন না, বরং প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা অপরিসীম। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলা সম্ভব না হলেও, তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন মোহনবাগান ভক্তরা। তবে এই বিষয়ে নিশ্চিত সবুজ-মেরুন শিবিরের আগামী ম্যাচ অর্থাৎ ৩০ নভেম্বর চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে মাঠে খেলতে দেখা যাবে না রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার আশিস রাইকে।
স্টুয়ার্ট কি খেলবেন চেন্নাইয়িন ম্যাচে? প্রবল সম্ভাবনা
সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে ফিরতে পারেন এই তারকা ডিফেন্ডার। এর ফলে ৮ই ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিনি মাঠে নামার সম্ভাবনা রয়েছে। যদি সে ম্যাচের জন্য প্রস্তুত না হন, তবে ১৪ই ডিসেম্বর কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দেখা যেতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে ধোনির সম্পর্কে ‘বিস্ফোরক’ দীপক চাহার
মোহনবাগান সমর্থকরা আশিস রাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছেন। দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তাঁকে রক্ষণভাগ সামলানোর ভূমিকায় দেখতে চান সকলে। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলতে না পারা অবশ্যই হতাশাজনক ছিল, তবে ক্লাব পর্যায়ে তাঁর পারফরম্যান্সে সবাই ভরসা রাখছেন।
🚨🥇Ashish Rai is expected to be OUT for our next game against Chennaiyin FC
—@RevSportzGlobal pic.twitter.com/KP3IerPd7z
— Mohun Bagan Hub (@MohunBaganHub) November 26, 2024