ওলা ইলেকট্রিক (Ola Electric) আঝ অর্থাৎ মঙ্গলবার ভারতের বাজারে তাদের একজোড়া ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক লঞ্চের ঘোষণা করল। একটি ব্যাক্তিগত এবং একটি ডেলিভারি ক্ষেত্রে ব্যবহারের জন্য আনা হয়েছে। Ola Gig নামের মডেলটি ডেলিভারি দেওয়ার জন্য আদর্শ। অন্যদিকে Ola S1 Z সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত। সব বড় চমক হিসাবে মডেল দুটিতে রিমুভেবল ব্যাটারির সঙ্গে এনেছে ওলা। S1 Z মডেলটি দুই ভ্যারিয়েন্টে আনা হয়েছে। প্রতিটি বৈদ্যুতিক স্কুটারে রয়েছে একটি ১.৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার রিমুভেবল ব্যাটারি।
রাত পোহালেই আসছে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার, কেমন বৈশিষ্ট্য থাকছে?
Ola Gig
Gig মডেলটিও দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – Gig ও Gig Plus। এগুলির দাম যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য রিমুভেবল ব্যাটারি খুলে চার্জ দেওয়া যায়। অফিস হোক বা বাড়ি, যে কোন জায়গাতেই চার্জ করা যায়। যেখানে ফিক্সড ব্যাটারি কেবলমাত্র চার্জিং স্টেশন বা পোর্টেবল চার্জার হলে প্লাগ পয়েন্ট থেকে চার্জ করা যায়। তাই রিমুভেবল ব্যাটারির ব্যবহার ফিক্সড ব্যাটারির তুলনায় অনেকাংশেই সুবিধাজনক। ওলা দাবি করেছে, এই ইলেকট্রিক ব্যাটারি ফুল চার্জে ১১২ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।
Gig মডেলটিতে উপস্থিত একটি ২৫০ ওয়াট মোটর। যা থেকে সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ পাওয়া যাবে। ফলে এটি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। Gig Plus মডেল সম্পূর্ণ চার্জে ১৫৭ কিলোমিটার পথ চলবে বলে দাবি করা হয়েছে। এটির টপ স্পিড ঘণ্টায় ৪৫ কিলোমিটার।
নতুন প্রজন্মোর অল্টো ১০০ কেজি হালকা, ভারতে কবে আসছে এই হ্যাচব্যাক?
Ola S1 Z
Ola-র S1 পোর্টফোলিওতে যোগ করা হয়েছে দুটি নতুন মডেল – S1 Z ও S1 Z+। শহুরে রাস্তায় ব্যবহারের উপযুক্ত এই ইলেকট্রিক স্কুটরের S1 Z ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত একটি ২.৯ কিলোওয়াট হাব মোটর। ডুয়েল ব্যাটারি সেটআপে এর রেঞ্জ ১৪৬ কিলোমিটার বলে জানিয়েছে সংস্থা। আবার প্রতি ঘণ্টায় সর্বাধিক গতিবেগ ৭০ কিলোমিটার। যেখানে S1 Z+ ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়বে ৬৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এতেও একই স্পেসিফিকেশন বর্তমান। কেবল অতিরিক্ত কিছু অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, Ola-র ইলেকট্রিক স্কুটার দুটির বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। মডেলগুলি মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুক করা যাচ্ছে। ওলা জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর এপ্রিল থেকে মডেলগুলির ডেলিভারি আরম্ভ হবে।