ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সকলকে তাক লাগিয়ে দিচ্ছে বাংলার ফুটবল প্রেমীরা। পিছিয়ে নেই ইস্ট-মোহন দুই দলের সমর্থকরাও। এই মরশুমে দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। এক ধাপ পিছিয়ে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan SG) ।
Mohammedan SC : বেঙ্গালুরু ম্যাচের আগে সাদা-কালো সমর্থকদের জন্য বড় ঘোষণা ক্লাবের!
আইএসএলের এই মরশুমে পারফরম্যান্সের দিকে লিগ টেবিলের শেষে থাকা ইস্টবেঙ্গলের থেকে কয়েক গুন পিছনে ফেলে লীগ টেবিলের শীর্ষে রয়েছে পড়শী ক্লাব মোহনবাগান। তবে দর্শক উপস্থিতিতে সকলকে টপকে এখন পর্যন্ত শীর্ষ স্থান দখল করে রেখেছে লিগ টেবিলের লাস্ট বয় ইস্টবেঙ্গল।
KKR : দলে এসেই নাইটদের দায়িত্ব নিতে তৈরি কোন ক্রিকেটার? করলেন ‘বিস্ফোরক’ মন্তব্যও
ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমের কলকাতা ডার্বি ম্যাচেই সব থেকে বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। যদিও এই ডার্বির আয়োজকের ভূমিকায় ছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচের দুই দল অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের সংখ্যা ছিল ৫৯,৮৭২। দর্শক স্থানে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান বনাম মুম্বাই সিটি ম্যাচে মাঠে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল ৪১,০০২। তৃতীয় স্থানেও রয়েছে বাগান শিবির ৪১,০০১ সংখ্যক দর্শক উপস্থিত ছিল মিনি কলকাতা ডার্বি অর্থাৎ মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে।
🇮🇳 Top 5 most attended matches in ISL 2024-25 :
1⃣ East Bengal 🆚 𝐌𝐨𝐡𝐮𝐧 𝐁𝐚𝐠𝐚𝐧 – 59,872
2⃣ 𝐌𝐨𝐡𝐮𝐧 𝐁𝐚𝐠𝐚𝐧 🆚 Mumbai City – 41,002
3️⃣ 𝐌𝐨𝐡𝐮𝐧 𝐁𝐚𝐠𝐚𝐧 🆚 Mohammedan – 40,001
4⃣ Kerala Blasters 🆚 Bengaluru FC – 34,940
5⃣ 𝐌𝐨𝐡𝐮𝐧 𝐁𝐚𝐠𝐚𝐧 🆚 Jamshedpur -… pic.twitter.com/ne0bMJaXzV— Mohun Bagan Hub (@MohunBaganHub) November 26, 2024