Albert Rose-Innes: কিংবদন্তি বাঁহাতি প্রোটিয়ার্স স্পিনার আলবার্ট রোজ ইন্স

১৮৬৮ সালে ১৭ ফেব্রুয়ারি জন্মেছিলেন প্রাক টেস্ট যুগের দক্ষিণ আফ্রিকার লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আলবার্ট রোজ ইন্স (Albert Rose-Innes)।  ১৮৮৬-৮৭ সালে কিমবার্লি প্রতিযোগিতায় পোর্ট এলিজাবেথের…

rose Albert Rose-Innes: কিংবদন্তি বাঁহাতি প্রোটিয়ার্স স্পিনার আলবার্ট রোজ ইন্স

১৮৬৮ সালে ১৭ ফেব্রুয়ারি জন্মেছিলেন প্রাক টেস্ট যুগের দক্ষিণ আফ্রিকার লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আলবার্ট রোজ ইন্স (Albert Rose-Innes)। 

১৮৮৬-৮৭ সালে কিমবার্লি প্রতিযোগিতায় পোর্ট এলিজাবেথের হয়ে ৩ ম্যাচে ২৩ উইকেট নেন। পরের বছর তিন ম্যাচে ২২ উইকেট। এর মধ্যে গ্রাহ্যাম্সটাউনের বিরুদ্ধে ইনিংসে ৮ উইকেট সহ ১৩ খানা। 

   

ফলে আর জি ওয়ারটন দল নিয়ে এলে তার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথ দ্বাবিংশতির হয়ে ৬ উইকেট নেন (চার বলের ওভারের ওই ম্যাচে জে ব্রিগস ২৮ উইকেট নেন), ইস্টার্ন প্রভিন্সের হয়ে নেন ৪ টি।

ফলে প্রতিনিধিত্বমূলক ম্যাচে সুযোগ পান যা ১০ বছর বাদে টেস্ট ম্যাচ হয়ে যায়। প্রথম ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট শিকার। এটাও চার বলে ওভারের ম্যাচ ছিল।

পরের টেস্টে কোনো উইকেট পাননি, কিন্তু তাড়াতাড়ি ম্যাচ শেষ হওয়ায় (স্বাভাবিক, ব্রিগস ২৮ রানে ১৫ উইকেট) ফিল আপ ম্যাচ হয়, তাতে ১ উইকেট পান।

ওই মরশুমে কিমবার্লির হয়ে প্রথম শ্রেণির খেলায় ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করা, যার মধ্যে শেষটি ছিল প্রথম বছরের কারী কাপের প্রথম ম্যাচ।তিন বছর পরে ট্রান্সভালের হয়ে কারী কাপে দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন।

বুওর যুদ্ধে আহত হয়ে খেলা ছেড়ে দেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আলবার্ট রোজ ইন্স। তাঁর পুত্র দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী রেজিন্যাল্ড রোজ ইন্স।