এবছর দ্বিতীয় বারের জন্য দেশের বাইরে সুদূর দুবাইয়ের জেদ্দা শহরে আসর বসেছে আইপিএল মেগা নিলামের (IPL Mega Auction 2025)। গতকাল ছিল নিলামের প্রথম দিন, আজ অর্থাৎ নিলামের দ্বিতীয় কিংবা শেষ দিন। প্রথম দিনেই ৮৪ জন ক্রিকেটারের (Cricketer) মধ্যে বিক্রি হয়েছেন ৭২ জন খেলোয়াড়। ভাগ্য খোলেনি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, পীযূষ চাওলার মতো ক্রিকেটারদের। সেখানেই অধিনায়ক (Captain) খুঁজতে কার্যত কালঘাম ছুটল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্ণধারদের।
প্রথম সফরেই অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়লেন যশস্বী
নিলামের প্রথম দিনেই টাকা মেলা বসেছিল। মুহূর্তের মধ্যে চলতে থাকে রেকর্ড ভাঙা গড়ার খেলা। কেকেআর প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি দিয়ে দলে নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। ২০ মিনিটের মধ্যেই আইপিএলের ইতিহাসে তৈরী হয় নতুন রেকর্ড। সবার নজরে থাকা ঋষভ পন্থকে ২৭ কোটি দিয়ে দলে নিয়ে আসে লখনউ সুপার জায়ান্টস।
এরপর নতুন অধিনায়ক খুঁজতে শুরু করে কেকেআর। তাঁদের সামনে থেকে কেএল রাহুল এবং মহম্মদ শামিকে ছিনিয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এরপরই ভেঙ্কেটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকাতে কেনে নাইট শিবির। ডি কককে ৩ কোটি ৬০ লক্ষতে দলে নিয়ে আসে তাঁরা।
ফিল সল্টের বিস্ফোরক পারফরম্যান্স, আরসিবি দলে নতুন শক্তি
স্বভাবতই কেকেআর সমর্থকদের মধ্যেও কৌতূহল বাড়তে থাকে, অধিনায়ক হিসেবে কে ? ভেঙ্কেটেশ, কুইন্টন ডি কক, রিঙ্কু সিং নাকি আন্দ্রে রাসেল। তবুও সকলের চোখ রয়েছে নিলামের দ্বিতীয় দিনে কেকেআর দলে কাঁদের টানে। এখন তাঁদের হাতে রয়েছে ১০ কোটি ৫ লক্ষ টাকা।