Mahindra আনছে একজোড়া ইলেকট্রিক গাড়ি, XEV 9e ও BE 6e রাত পোহালেই লঞ্চ করবে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ভারতের বাজারে একজোড়া ইলেকট্রিক গাড়ি হাজির করতে চলেছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। মডেল দুটি হচ্ছে Mahindra…

Mahindra BE 6e & XEV 9e

short-samachar

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ভারতের বাজারে একজোড়া ইলেকট্রিক গাড়ি হাজির করতে চলেছে মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। মডেল দুটি হচ্ছে Mahindra XEV 9e ও BE 6e। এগুলি সংস্থার INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে প্রস্তুত প্রথম মডেল। এটিকে আবার বর্ন ইলেকট্রিক প্ল্যাটফর্ম নামেও আখ্যায়িত করা হয়।

   

রয়েছে অনন্য বৈশিষ্ট্য, হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ি বাকিদের মাত দেবে

INGLO-র প্রসঙ্গে বললে, এটি হচ্ছে মাহিন্দ্রার ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্ল্যাটফর্ম। যেখানে কেবলমাত্র ব্যাটারি মডেলই তৈরি হবে। এটি অন্যতম হালকা ওজনের স্কেটবোর্ড প্ল্যাটফর্ম। নিজেদের প্ল্যাটফর্মের পাশাপাশি XEV 9e ও BE 6e-এর সম্পর্কে জানিয়েছে Mahindra।

Mahindra BE 6e ও XEV 9e মঙ্গলবার লঞ্চ হচ্ছে

XUV.e8 কনসেপ্ট মডেল হিসাবে প্রদর্শিত XEV 9e-এর ডিজাইনের প্রতিটি নক্শা বজায় রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ফ্লেয়ার্ড হুইল আর্চ, কারুকার্যে ভরা বনেট, ক্লোজ-অফ গ্রিল এবং ফুল-উইদ লাইটবার। এমনকি পিক্সেলের ন্যায় লাইট সহ ট্রায়াঙ্গুলার আকৃতির হেডল্যাম্প দৃশ্যমান হয়েছে এতে। এছাড়া কুপ মডেলের মতো রুফ লাইন দেওয়া হয়েছে। ৫-স্পোক অ্যালয় হুইলে ছুটবে এই এসইউভি গাড়িটি। সংস্থার প্রকাশিত পূর্বের একটি টিজারে দেখান হয়েছিল 9e-তে উপস্থিত ফুল উইদ রিয়ার লাইটবার। এতে কো-ড্রাইভার ডিসপ্লে সহ তিন-স্ক্রিন লেআউটের অফার করা হতে পারে।

Ola সোয়াপেবল ব্যাটারি টেকনোলজি নিয়ে আসছে? ভবিষ্যৎ পরিকল্পনায় কী জানালেন ভাবিশ

অন্যদিকে, BE.05 কনসেপ্টেের প্রোডাকশন ভার্সনটি হচ্ছে BE 6e। এতে হাইলাইট হিসাবে রয়েছে সামনে J-আকৃতির এলইডি ডেটাইম রানিং লাইট। অ্যাঙ্গুলার এবং স্কয়ার-আপ ডিজাইনে কোন বদল ঘটান হয়নি। এটি কুপ মডেলের ন্যায় ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। এতে উপস্থিত একটি প্যানোরামিক সানরুফ। আবার কেবিনে রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

প্রসঙ্গত, Mahindra-র বর্ন ইলেকট্রিক রেঞ্জের আওতায় এই প্রথম দুই ইলেকট্রিক গাড়ি XEV 9e ও BE 6e আনা হচ্ছে। উভয় গাড়িই সংস্থার INGLO EV প্ল্যাটফর্মর উপর ভিত্তি করে আসবে। গাড়ি দুটিতেই টু হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভ অপশন উপলব্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।