By Election: উপনির্বাচনে গণনা চলছে, তৃণমূল উল্লাস, বাংলায় বিজেপি ‘০’ পাচ্ছে

By Election:,ফলাফলের গতি বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি দ্রুত গতিতে শূন্য ছুঁয়ে ফেলবে। নিজেদের ঘাঁটি উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্রে “জয় বাংলা” ধ্বনি। বাকি পাঁচটি কেন্দ্রেও এগিয়ে শাসক…

Mamata Benerjee

By Election:,ফলাফলের গতি বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি দ্রুত গতিতে শূন্য ছুঁয়ে ফেলবে। নিজেদের ঘাঁটি উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্রে “জয় বাংলা” ধ্বনি। বাকি পাঁচটি কেন্দ্রেও এগিয়ে শাসক (TMC) তৃণমূল জোট।

উপনির্বাচনে এ রাজ্যের পূর্বতন শাসক বামফ্রন্ট তাদের নির্বাচনী ফলে শূন্য পাওয়ার ধারাবাহিকতা বজায় রাখল। যদিও রাস্তায় তাদের সমর্থকদের বিরাট বড়বড় মিছিল হয়। উপনির্বাচনেও তেমন দেখা গেছিল। কিন্তু ভোটের ফল বলে দিচ্ছে, মিছিলে লোক জুটিয়ে নজর কাড়লেও সিপিআইএম ভোটের লাইনে সমর্থকদের আনতে পারেনি।

   

গত ২০১৫ সালের পর থেকে এ রাজ্যে বিরোধী দল হিসেবে আবির্ভাব হয় বিজেপির। পরে বিধানসভাতেও তারা প্রধান বিরোধী দল। আর বাম জোট শূন্য হয়ে যায়। সেই ধারাবাহিকতা পরপর সব বিধানসভা ও লোকসভা ভোটেও দেখা গেছে। এবার উপনির্বাচনেও সিপিআইএমের এই শূন্য তালিকার সঙ্গে সংযুক্ত হচ্ছে বিজেপি।

দলের যে করুন হাল হবে তা সম্প্রতি বলেছিলেনে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তার খাস এলাকা মেদিনীপুরেও তৃ়নমল ঝড়। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষ মেদিনীপুুর থেকে না দাঁড়িয়ে বর্ধমান-দুর্গাপুর থেকে লড়ে হারেন। পরে তিনি ইঙ্গিতে অন্তর্ঘাত অভিযোগ করেন। এবার উপনির্বাচনেরর ফলাফল ঘোষণার আগেও তিনি বঙ্গ বিজেপির করুণ হাল হবে বলে জানিয়েছেন।

শাসক তৃণমূল কংগ্রেস দল জানিয়েছে, রাজ্যবাসী বিজেপিকে পছন্দ করেন না। তাই তাদের প্রত্যাখ্যান করে চলেছেন। রাজ্যে উন্নয়নের সুফল ভোট মেশিনে দেখা যাচ্ছে। 

উপনির্বাচনে ভোট হয়েছিল যে ছটি আসনে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গকে নিজেদের শক্ত ঘাঁটি বলে বিজেপি দাবি করে। সেই উত্তরেই বিজেপির ভোটে ধস নেমে গেছে।