জামশেদপুর ম্যাচের আগে খালিদের প্রশংসায় বাগান সচিব

মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের অষ্টম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী জামশেদপুর…

Mohun Bagan Secretary Debashis Dutta Praises Jamshedpur FC and Coach Khalid Jamil

মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের অষ্টম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী জামশেদপুর এফসি। গত ওডিশা ম্যাচের হতাশা ভুলে এবার এই হোম ম্যাচ থেকেই দলকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া বাগান কোচ জোসে মোলিনা‌। সেইমতো গত কয়েকদিন ধরেই গোটা দলকে অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ। আসন্ন এই ম্যাচে গ্ৰেগ স্টুয়ার্টের‌ পাশাপাশি আশিষ রাইয়ের মতো ফুটবলাররা দলে না থাকলেও সেই নিয়ে খুব একটা ভাবতে নারাজ মোলিনা।

গত সমস্ত কিছু ভুলে শনিবার নিজেদের সেরা একাদশ নামিয়ে জয় নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য বাগানের হেডস্যারের। ঘরের মাঠে ম্যাচ হলেও জামশেদপুরকে যথেষ্ট সমীহ করছেন সকলে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে প্রতিপক্ষ দলের কোচ ও ফুটবলারদের নিয়ে যথেষ্ট প্রশংসা করেন সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত। সাংবাদিকদের তরফে জামশেদপুর দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” জামশেদপুর যথেষ্ট ভালো দল। ওরা যেভাবে আইএসএল শুরু করেছিল সেদিকে নজর রাখলে বোঝা যায়। দু-একটা ম্যাচ পাঁচ গোল হতেই পারে। কিন্তু ওদের শুরুটা ভাবুন। ওদের দলের যথেষ্ট গভীরতা রয়েছে। ওরা ভালো খেলবে।”

   

পাশাপাশি জামশেদপুর দলের বর্তমান কোচ খালিদ জামিলের প্রসঙ্গে বাগান সচিব বলেন, “খালিদ ভালো কোচ। আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি। আসলে খেলার মধ্যে একটা মোশন কাজ করে, সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে সেটা ফিরিয়ে আনতে সময় লাগে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দল ও যথেষ্ট ভালো। ভালো ভালো ফুটবলার আছে। কিন্তু মাঝে একটু বিরতি ছিল। কেউ বাড়ি গিয়েছিল তো কেউ জাতীয় দলের হয়ে খেলতে গেছিল। সেই মোশনটা যদি ভালো মতো করা যায়, মোহনবাগান যদি ভালো মতো খেলতে পারে তাহলে হয়তো আমরা জিতব।”

গত বছর জামশেদপুর দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এই সিজনে এফসি গোয়াকে পরাজিত করে আইএসএল শুরু করেছে খালিদ জামিলের ছেলেরা। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এসেছিল জয়। কিন্তু শেষ দুই ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল শিল্প নগরীর এই ফুটবল ক্লাবকে। সেই ধাক্কা ভুলে শনিবার ঘুরে দাঁড়ানোর লড়াই রাই তাচিকাওয়াদের।