সুখবর! বল পায়ে অনুশীলনে ফিরলেন গ্ৰেগ স্টুয়ার্ট

নয়া আইএসএল মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল গতবারের আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসির কাছে।…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

short-samachar

নয়া আইএসএল মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল গতবারের আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসির কাছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় সবুজ-মেরুন ব্রিগেড। মাঝে ছন্দপতন হলেও পড়শী ক্লাব মহামেডান স্পোটিংকে পরাজিত করে জয়ের সরণিতে ফেরে ময়দানের এই প্রধান। তারপর সেই ধারা বজায় থাকে দ্বিতীয় ডার্বি ম্যাচে। অনায়াসেই তাঁরা পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে। টানা দুই ডার্বি জয়ের ফলে প্রবল আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দলের ফুটবলাররা।

   

যার ফলে পরবর্তী ম্যাচে থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসিকে পরাজিত করতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। কিন্তু গত ওডিশা ম্যাচে বজায় থাকেনি সেই ধারা। পিছিয়ে থেকে কোনও রকমে ম্যাচে ফিরেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই ফুটবল ক্লাব। আসলে স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের‌ (Greg Stewart) অনুপস্থিতি যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল দলের আপফ্রন্টকে। দিমিত্রি পেত্রাতোস প্রথম থেকে মাঠে থাকলেও খুব একটা সক্রিয়তা দেখাতে পারেননি। যারফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল বাগান ব্রিগেডকে।

উল্লেখ্য, গত হায়দরাবাদ ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল গ্ৰেগ স্টুয়ার্টকে। সেই সময়ে তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে সামনে আসে গোটা বিষয়টি। যারফলে কলিঙ্গের লড়াইয়ে তাঁকে দলে রাখার ঝুঁকি নেননি বাগান কোচ। পরবর্তীতে সাময়িক বিরতির পর দল অনুশীলনে নামলেও সেখানে স্বমহিমায় দেখা যায়নি স্টুয়ার্টকে। ফিজিওর সঙ্গে আলোচনার পাশাপাশি মূলত সাইড লাইনেই নিজেকে প্রস্তুত করতে দেখা গিয়েছিল এই স্কটিশ ফরোয়ার্ডকে। তবে সময় এগোনোর সাথে সাথেই সুস্থ হয়ে উঠছেন এই তারকা ফুটবলার।

আগামীকাল জামশেদপুর এফসির বিপক্ষে তিনি মাঠে না থাকলেও নিজের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছেন স্টুয়ার্ট। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে সকলকে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পর্যন্ত দলের সঙ্গে পুরোদমে অনুশীলন না করলেও এই শুক্রবার থেকেই বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০শে নভেম্বর চেন্নাইয়িন এফসির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সবুজ-মেরুন জার্সিতে খেলতে নামতে পারেন এই দাপুটে ফুটবলার।