নয়া আইএসএল মরসুমে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ৭ ম্যাচ শেষে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ময়দানের এই প্রধান। ১৪ পয়েন্ট সংগ্রহ করে জেমি ম্যাকলারেন, গ্ৰেগ স্টুয়ার্ট, এবং জেসন কামিন্সের মতো তারকাদের পারফরম্যান্সে ভর করে লিগ শিল্ড জয় ও আইএসএল ট্রফি ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে সবুজ-মেরুন। তবে দলে রয়েছে একটি বড় সমস্যা—রক্ষণভাগের ঘাটতি। বিশেষ করে ভারতীয় সেন্টার ব্যাকের অভাবের কারণে সমস্যায় পড়েছে মোহনবাগান।
আনোয়ার আলির অভাব, রক্ষণের চাপ
অনেকটা শক্তিশালী রক্ষণভাগের ভরসায় গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। আনোয়ার আলি ছিলেন সেই দলের অন্যতম স্তম্ভ। তবে তাঁর দলত্যাগের পর থেকে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে সেভাবে ভরসা রাখার মতো বিকল্প পায়নি মোহনবাগান। যদিও টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজের মতো বিদেশি ডিফেন্ডাররা আছেন, কিন্তু তাদের সঙ্গত দেওয়ার জন্য যোগ্য একজন ভারতীয় সেন্টার ব্যাকের অভাব অনুভব করছে দল।
উঠে আসছে অ্যালেক্স সাজির নাম
এই ঘাটতি পূরণে ম্যানেজমেন্টের নজর পড়েছে অ্যালেক্স সাজির ওপর। বছর চব্বিশের এই প্রতিভাবান ডিফেন্ডার গত মরসুমে হায়দরাবাদ এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। হায়দরাবাদের পারফরম্যান্স সেভাবে ভালো না হলেও অ্যালেক্স নিজের একক দক্ষতায় নজর কেড়েছিলেন। নতুন আইএসএল সিজনে তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক বড় ক্লাব, যার মধ্যে ইমামি ইস্টবেঙ্গল ও অন্যতম।
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের লড়াই
প্রথমদিকে অ্যালেক্স সাজিকে ইস্টবেঙ্গল দলে টানার জন্য বেশ আশাবাদী ছিল। তবে গত কয়েকদিনে পরিস্থিতি বদলে গিয়েছে। এবার তাঁকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শোনা যাচ্ছে, অ্যালেক্সের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইছে সবুজ-মেরুন। তিন বছরের জন্য মোহনবাগান তাঁকে দলে নেবার প্রস্তাব দিয়েছিল, তবে শেষ পর্যন্ত হায়দরাবাদ এফসি তাঁকে ধরে রাখতে সক্ষম হয়।
হায়দরাবাদ ম্যানেজমেন্ট অ্যালেক্সকে শুধু ধরে রাখেনি, বরং তাঁকে দীর্ঘমেয়াদি চুক্তিতে অধিনায়কত্বের ভারও তুলে দিয়েছে। এর ফলে অ্যালেক্স সাজি এই মরসুমে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বদলাবে পরিস্থিতি?
তবে এত সহজে হাল ছাড়তে রাজি নয় মোহনবাগান। আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে অ্যালেক্স সাজিকে দলে সই করাতে চাইছে তারা। ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তাও শুরু হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে আগামী বছরের জানুয়ারিতেই সবুজ-মেরুন শিবিরে দেখা যেতে পারে এই ডিফেন্ডারকে।
মোহনবাগানের পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য
মোহনবাগান ম্যানেজমেন্ট জানে, দলের রক্ষণভাগ আরও শক্তিশালী না হলে বড় টুর্নামেন্টে লড়াই করা কঠিন হয়ে পড়বে। সেই কারণে এমন একজন ভারতীয় সেন্টার ব্যাকের প্রয়োজন, যিনি বিদেশিদের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন। অ্যালেক্স সাজি সেই শূন্যস্থান পূরণে আদর্শ প্রার্থী বলেই মনে করছে ম্যানেজমেন্ট।
সবমিলিয়ে, হায়দরাবাদ এফসি থেকে অ্যালেক্স সাজিকে দলে টানতে পারলে মোহনবাগানের রক্ষণভাগ অনেকটাই মজবুত হবে। তবে তাঁর হায়দরাবাদ থেকে বেরিয়ে সবুজ-মেরুনে যোগদান করার সম্ভাবনা এখনো অনিশ্চিত। ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যন্ত নজর থাকবে এই বিষয়ে।