নর্থইস্ট ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন হেক্টর-নিশু

গত সপ্তাহের শনিবার থেকেই আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে ক্লেটন সিলভাদের। তবে সেই সময়…

East Bengal

গত সপ্তাহের শনিবার থেকেই আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে ক্লেটন সিলভাদের। তবে সেই সময় জাতীয় শিবিরে থাকার দরুন অনুশীলনে যোগদান করতে পারেননি ডিফেন্ডার আনোয়ার আলি থেকে শুরু করে জিকসন সিংয়ের মতো ফুটবলাররা। সেই দুই ফুটবলার বাদে পরবর্তীতে দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হতে দেখা যায় সকল ভারতীয় ফুটবলারদের। অন্যদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে মাদিহ তালাল থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্তাকস এবং সাউল ক্রেসপো প্রথম অনুশীলনে অনুপস্থিত থাকলেও পরবর্তীতে শহরে এসে যোগদান করেন দলের সাথে।

কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। বলাবাহুল্য, গত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচে শক্তিশালী নাজমেহ এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল এই তারকা ডিফেন্ডারকে। প্রথমদিকে তেমন কিছু বোঝা না গেলেও সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে যায় চোটের গভীরতা। যারফলে দল ভারতে ফেরার পর তড়িঘড়ি করে নিজের দেশে ফিরে গিয়েছিলেন ইউস্তে।‌ সেখানেই নিজের চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ হয়ে উঠেছেন এই তারকা ডিফেন্ডার। পূর্ব ঘোষনা অনুযায়ী বুধবারের মধ্যেই শহরে আসার কথা ছিল এই সেন্টার ব্যাকের।

   

সেইমতো এসে গিয়েছেন কলকাতায়। তারপর থেকেই নেমে পড়েছেন দলের অনুশীলনে। তবে প্রথম অনুশীলনে মূলত রিহ্যাবের দিকেই জোর দিতে দেখা যায় এই অভিজ্ঞ ডিফেন্ডারকে। এদিন অনুশীলনের প্রথম পর্বে দৌড়ানোর পাশাপাশি মাঠের সাইড লাইনে নিজেকে প্রস্তুত করতেই ব্যস্ত ছিলেন ইউস্তে। বর্তমানে চোটের সমস্যা কাটিয়ে তিনি যে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তা বলাই চলে। তবে শুধুমাত্র হেক্টর ইউস্তে নয়। এদিন মূলত সাইড লাইনে অনুশীলন করতে দেখা যায় ভারতীয় রাইট ব্যাক নিশু কুমারকে‌। এই দুই ফুটবলার বাদে দিয়ে স্বাভাবিকভাবেই বল পায়ে অনুশীলনে দেখা গিয়েছিল দলের বাকিদের।

হাতে মাত্র কয়েকটা দিন। তারপর আগামী ২৯শে নভেম্বর নিজেদের ঘরের মাঠে লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সেইকথা মাথায় রেখেই দলের রক্ষণভাগকে জমাটবাঁধাতে মরিয়া অস্কার ব্রুজন‌‌‌। সেক্ষেত্রে হেক্টর ইউস্তেকে প্রথম একাদশে রেখেই হয়তো ম্যাচ জেতার ছক কষছেন এই স্প্যানিশ কোচ।