আজকের বদলে আগামীকাল ছাড়বে ট্রেন, যাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)।…

Indian Railway

short-samachar

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

   

যাত্রী ভিড়ে রেকর্ড গড়ল দিল্লি মেট্রো

ভারতীয় রেলের (Indian Railway) নতুন ঘোষণা

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, ১২৮৩৯ হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেইল আজ মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের পরিবর্তে আগামীকাল অর্থাৎ ১৯ নভেম্বর সকাল ৫টা ৩০ মিনিটে হাওড়া ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের কারণে যাত্রী সাধারণের দুর্ভোগের জন্য রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

আবার ১৮১১৭ রৌরকেল্লা-গুনুপুন এক্সপ্রেস আগামী ১২, ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ নভেম্বর পালাসা পর্যন্ত চালানো হবে। আবার ১৮১১৮ গুনুপুর-রৌরকেল্লা এক্সপ্রেস আগামী ১৩, ১৬,১৭, ২০, ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করা করেছে রেল (Indian Railway)।

প্রসঙ্গত, বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কতৃপক্ষ।