East Bengal FC : জয়ের সন্ধানে কোন দুই ফুটবলারকে দলে আনল লাল-হলুদ শিবির?

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) হারের ডবল হ্যাটট্রিক করে হতাশ হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ফুটবলার (Footballer) থেকে সমর্থকরা। যদিও শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে…

East-Bengal-FC new singings

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) হারের ডবল হ্যাটট্রিক করে হতাশ হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) ফুটবলার (Footballer) থেকে সমর্থকরা। যদিও শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ড্র এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করার পর আগের তুলনায় লাল-হলুদ ফুটবলাররা ফর্মে ফিরেছে বলে জানান দলের প্রাক্তন ফুটবলাররা। দলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো আগেই জানিয়েছিলেন সব ম্যাচের ফলাফল ঠিক থাকলে আইএসএলের প্লে অফে খেলবে মশাল ব্রিগেড। এরই মধ্যে ইস্টবেঙ্গলে নাম লেখালেন (New Signings) আরও দুই ফুটবলার।

Umesh Yadav : উমেশ যাদবকে দলে টানতে কোন তিন ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে?

   

আইএফএফ ইউথ লিগ (AIFF Youth League) ২০২৪-এ নিজেদের দল শক্তিশালী করতে নতুন দুই ফুটবলারকে যোগদান করালেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল ক্লাবটি দুই ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। নতুন সই করা ফুটবলাররা হলেন দেবজিৎ রায় এবং সাহিল মণ্ডল।

মিচেল স্টার্কের রেকর্ড ভাঙবেন কে জানিয়ে দিলেন ইরফান পাঠান

রোহিতকে সমর্থন করে কোন মন্তব্য প্রাক্তন অজি অধিনায়কের

ইস্টবেঙ্গলের ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছে যে, তাঁরা যুব ফুটবলকে বড় পরিসরে পরিচিত করতে এবং নতুন প্রতিভা উদযাপন করতে সদা প্রস্তুত। এই দুই ফুটবলারের যোগদান আগামী কয়েক বছরের জন্য ক্লাবের শক্তিশালী ফুটবল কাঠামো তৈরি করতে সাহায্য করবে।