BSA Goldstar 650-এর স্ক্র্যাম্বলার অবতার উন্মোচিত হল, ভারতে আসবে এই বাইক?

স্ক্র্যাম্বলার বাইকের প্রতি ইদানিং ক্রেতাদের আকর্ষণ ক্রমশ বেড়ে চলেছে। যা প্রত্যক্ষ করে নতুন উদ্দীপনায় কোমর বেঁধেছে বিএসএ (BSA)। ব্রিটেনের সংস্থাটি এবার উক্ত সেগমেন্টের একটি নয়া…

BSA B65 Scrambler revealed

স্ক্র্যাম্বলার বাইকের প্রতি ইদানিং ক্রেতাদের আকর্ষণ ক্রমশ বেড়ে চলেছে। যা প্রত্যক্ষ করে নতুন উদ্দীপনায় কোমর বেঁধেছে বিএসএ (BSA)। ব্রিটেনের সংস্থাটি এবার উক্ত সেগমেন্টের একটি নয়া মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। এটি হচ্ছে B65 Scrambler। বির্মিংহামে চলতি মোটরসাইকেল লাইভ শো-এর মঞ্চে মডেলটির উপর থেকে পর্দা সরান হয়েছে। জানিয়ে রাখি, সংস্থার অতি জনপ্রিয় বাইক BSA Goldstar 650-এর উপর ভিত্তি করে আনা হয়েছে এটি।

থাকছে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, হোন্ডার ইলেকট্রিক স্কুটারের টিজার ঘিরে চমকের বন্যা

   

BSA Goldstar 650-এর স্ক্র্যাম্বলার অবতার উন্মোচিত হল

অনুমান করা হচ্ছে, এই বাইক আগামী বছর ভারতের বাজারে পা রাখবে। এটি আদপে Goldstar-এর অন্য রূপ। ডিজাইনের প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে গ্রিল সহ একটি ছোট হেডল্যাম্প এবং হাই সেট ফ্রন্ট ফেন্ডার। এছাড়া এই বাইকে দেওয়া হয়েছে একটি বার এন্ড মিরর এবং ব্রেস সহ চওড়া হ্য়ান্ডেলবার। আবার সাইড প্যানেলে একটি নম্বর প্লেট রয়েছে। যেমন Royal Enfield Bear 650-এ দেখা যায়।

BSA Goldstar 650 ভিত্তিক B65 Scrambler-এ রয়েছে একটি রিবড প্যাটার্ন ফ্ল্যাট সিট। বিএসএ তাদের এই বাইকে দুটি কালার অপশন উপলব্ধ রেখেছে – হোয়াইট এবং ইয়েলো/গ্রে। হার্ডওয়্যারের মধ্যে দেওয়া হয়েছে ১৯-১৭ ইঞ্চি স্পোক হুইলের সঙ্গে Pirelli Scorpion Rally STR টায়ার। যেখানে গোল্ডস্টারের তুলানায় এর সিট হাইট ৪০ মিমি বেশি।

KTM ভারতে আনছে 390 Adventure রেঞ্জ, বছরের শুরুতেই ক্রেতাদের সুখবর দেবে কি সংস্থা?

BSA Goldstar 650 নির্ভর B65 Scrambler-এ শক্তি উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ৬৫২ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৪৫.৬ বিএইচপি শক্তি এবং ৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে দেওয়া হয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। সামনের বছর এটি ভারতের বাজারে লঞ্চ হলে এর দাম Goldstar 650-এর তুলনায় সামান্য বেশি রাখা হতে পারে। বাজারে এর প্রতিপক্ষ রয়েছে Royal Enfield Bear 650।