থাকছে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, হোন্ডার ইলেকট্রিক স্কুটারের টিজার ঘিরে চমকের বন্যা

Honda Activa Electric আগামী ২৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখছে। ইতিমধ্যেই এই আসন্ন ইলেকট্রিক স্কুটার ঘিরে ক্রেতাদের অন্তহীন উৎসাহ দেখা যাচ্ছে। এরই মাঝে একের পর…

Honda Activa Electric TFT cluster revealed

Honda Activa Electric আগামী ২৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখছে। ইতিমধ্যেই এই আসন্ন ইলেকট্রিক স্কুটার ঘিরে ক্রেতাদের অন্তহীন উৎসাহ দেখা যাচ্ছে। এরই মাঝে একের পর এক টিজার প্রকাশ করে চলেছে হোন্ডা (Honda)। এবারে আরও এক টিজার সামনে আনল সংস্থা। যেখানে মডেলটির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখানো হয়েছে।

KTM ভারতে আনছে 390 Adventure রেঞ্জ, বছরের শুরুতেই ক্রেতাদের সুখবর দেবে কি সংস্থা?

   

Honda Activa Electric

টিজারে Honda Activa Electric-এর দু’ধরণের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি টিএফটি এবং এলসিডি-র ছবি প্রকাশ করা হয়েছে। তাই দেখে অনুমান করা হচ্ছে, এই স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে আনা হবে। এর হায়ার ভ্যারিয়েন্টে থাকছে একটি টিএফটি ডিসপ্লে। দর্শনের দিক থেকে এটি বেশ আকর্ষণীয়।

হোন্ডার ইলেকট্রিক স্কুটারে দুটি রাইডিং মোড থাকছে – স্ট্যান্ডার্ড ও স্পোর্ট। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ব্যাটারি ফুল চার্জে ১০৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে জানা গিয়েছে। তবে বাস্তবে এর রেঞ্জ কমে ৮০-৮৫ কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Mahindra-র দুই ইলেকট্রিক গাড়ি এমাসেই আসছে, তার আগে টিজারে নতুন চমক

টপ-স্পেক Honda Activa Electric-এ ফিচারের মধ্যে থাকছে অন-বোর্ড নেভিগেশন এবং মিউজিক কন্ট্রোল। সিম্পল কালার এলসিডি সহ আসছে স্কুটারটি। এছাড়া থাকছে স্পিড এবং ব্যাটারি লেভেল দেখার জন্য ট্রিপ মিটার। ২৭ নভেম্বর লঞ্চের পর এর স্পেসিফিকেশন বিশদে জানা যাবে।