গত ৩১ অক্টোবর ছিল আইপিএল (IPL) রিটেনশন (RTM) প্রক্রিয়ার শেষ দিন। এই দিনেই ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি (Franchisee) তাঁদের ধরা-ছাড়া করা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইকে (BCCI) জমা দেয়। কলকাতা নাইট রাইডার্স (KKR) নিজেদের দল থেকে ৬ জন খেলোয়াড়কে রেখে দিয়েছে, যার মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গতবারের আইপিএল ট্রফিজয়ী অধিনায়ক (Captain) শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) রিটেনশনে রাখা হয়নি। তাঁকে নিয়ে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি (Indian Legend Cricketer) সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
Morne Morkel : ভারতীয় বোলারদের নিয়ে ‘বিস্ফোরক’ বোলিং কোচ মর্নি মর্কেল
কেকেআর গত বছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল ট্রফি জিতেছিল, আর এবার তাকে রিটেনশন তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শ্রেয়সকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই অবাক হয়েছেন। প্রশ্ন উঠেছিল, কী কারণে শ্রেয়সকে বাদ দেওয়া হলো? তাঁকে কি নিজে দল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি কেকেআর তাকে বাদ দিয়েছে?
China Masters 2024 : পিভি সিন্ধু-লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগ জুটি বাঁধছেন কোন লড়াই করতে?
সুনীল গাভাসকর এই প্রসঙ্গে বলেন, ” যেভাবে কেকেআর গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ট্রফি জিতেছিল, তাতে তার বাদ যাওয়া মেনে নেওয়া কঠিন। তবে যেহেতু আইপিএলে মাঝে মাঝে খেলোয়াড়দের বাজারদর পরীক্ষা করার সুযোগ থাকে, তাই শ্রেয়সের নিলামে ওঠা একেবারে স্বাভাবিক। আমি মনে করি, যদি কেকেআর তাকে ফের নাও নেয়, তাহলে দিল্লি ক্যাপিটালস অবশ্যই শ্রেয়সকে নিতে ঝাঁপাবে, কারণ তাদের অধিনায়ক প্রয়োজন। আরেকটা ব্যাপার হচ্ছে, দিল্লি যদি ঋষভ পন্থকে আবার দলে নেয়ার চেষ্টা করে, তখন তারা আরটিএম (Right To Match) ব্যবহার করতে পারে।”
IPL Mega Auction : আইপিএল মেগা নিলামে নথিভুক্ত ‘ভূ-স্বর্গের’ ১৫ ক্রিকেটার কারা ?
২০২২ সালে কেকেআর ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে দলভুক্ত করেছিল, এবং সেই বছরই তিনি কেকেআরের নেতৃত্বে শিরোপা জিতেছিলেন। আইপিএল ২০২৪-এ তিনি ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন, যা তাঁর পারফরম্যান্সের পরিচায়ক। এখন প্রশ্ন হলো, শ্রেয়স আইয়ার কোথায় যাবেন? কেকেআর তাকেতাঁকে ফের নিতে আগ্রহী হবে কিনা, অথবা দিল্লি ক্যাপিটালস বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে অধিনায়কত্ব দিতে চাইবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে শ্রেয়সের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে তার ভক্তরা।