সম্প্রতি ভারতের বাজারে মোট ১১টি মোটরসাইকেল লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে কেটিএম (KTM)। ইতালির মিলানে সদ্য শেষ হওয়া EICMA 2024-এ একগুচ্ছ বাইক হাজির করেছিল সংস্থা। সেগুলির মধ্যে ছিল KTM 390 Adventure রেঞ্জ। এই সিরিজের বাইকগুলি হচ্ছে KTM 390 Adventure R, 390 Enduro R এবং 390 SMC R। জানা গিয়েছে এগুলির মধ্যে 390 Adventure R এবং 390 Enduro R-কে এদেশের বাজারে শীঘ্রই হাজির করা হবে।
জানুয়ারি থেকে গাড়ির নতুন মূল্য, মার্সিডিজের ঘোষণায় শোরগোল
KTM 390 Adventure আসছে
রিপোর্টের দাবি, ২০২৫-এর প্রারম্ভেই ভারতে লঞ্চ করছে 390 Adventure R এবং 390 Enduro R। যদিও সংস্থার পক্ষ থেকে এবিষয়ে এখনও কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। KTM তাদের এই বাইক দুটি আসন্ন ইন্ডিয়া বাইক উইক ২০২৫-এর মঞ্চে হাজির করতে পারে। যারা হার্ডকোর অফ-রোড বাইক পছন্দ করেন তাদের জন্য 390 Enduro R মডেলটি আনা হচ্ছে।
৩৯০ এনডুরা আর-এ শক্তির উৎস হিসাবে থাকছে একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড মোটর। যা থেকে ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সঙ্গে সঙ্গ দিতে রয়েছে ৬-গতির গিয়ারবক্স। এই ইঞ্জিন ব্যবহারকারীকে দারুণ অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
Mahindra-র দুই ইলেকট্রিক গাড়ি এমাসেই আসছে, তার আগে টিজারে নতুন চমক
390 Adventure R এবং 390 Enduro R-তে একই চ্যাসিস ও হার্ডওয়্যার ব্যবহার করেছে KTM। স্টিল ট্রেলিস ফ্রেমের সঙ্গে এতে রয়েছে ফুল অ্যাডজাস্টেবল WP সাসপেনশন। সামনে ২১ ও পেছনে ১৮ ইঞ্চি হুইল সহ এতে উপস্থিত ২৩০ মিমি সাসপেনশন ট্রাভেল। অন্যদিকে, 390 Adventure R-এর ইতিমধ্যেই আনঅফিসিয়াল বুকিং শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি জানুয়ারি ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ করবে। বর্তমানে এই টপ ভ্যারিয়েন্টটির দাম ৩.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আসন্ন মডেলটি ৩.৭ মূল্যে হাজির হতে পারে। আবার 390 Enduro R-র দাম ৩.৫০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।