Reserve Bank of India: লস্কর-ই-তৈবার নামে বোমা-হুমকি রিজার্ভ ব্যাঙ্কে, চাঞ্চল্য

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গ্রাহক পরিষেবা নম্বরে গতকাল একটি বোমা হুমকি পাওয়া গেছে। ওই কলের সময়, কলকারী নিজেকে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা-র…

122 Crore Syphoned in 5 Years: How RBI Uncovered Massive Embezzlement at New India Co-Operative Bank

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গ্রাহক পরিষেবা নম্বরে গতকাল একটি বোমা হুমকি পাওয়া গেছে। ওই কলের সময়, কলকারী নিজেকে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা-র “সিইও” বলে দাবি করেন। সূত্রের খবর অনুযায়ী, শনিবার সকাল ১১টা নাগাদ এই হুমকি কলটি আসে।  

জঞ্জাল বাড়ছে, সিকিম প্রেরিত দূষণের বিরুদ্ধে বিক্ষোভ শিলিগুড়িতে

   

কলকারী আরবিআই-এর হেল্পলাইন নম্বরে ফোন করে দাবি করেন যে, তিনি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার “সিইও”। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তাই নয়, হুমকি দেওয়ার আগে তিনি ফোনের মাধ্যমে একটি গানও গেয়েছেন। 

লস্কর-ই-তৈবা একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, যারা ২০০৮ সালের মুম্বাই হামলা চালিয়েছিল। ওই হামলা ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি আক্রমণ হিসেবে বিবেচিত, যেখানে ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন।

ঘটনার পরপরই আরবিআই ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও স্থানীয় পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে, হুমকি দেওয়া ফোনটি ভুয়ো হতে পারে। তবে কোনও ঝুঁকি না নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। 

জিরি নদীর তীরে সে এক সবুজ বাংলা, যেখানে মাথা কাটার ভয়ে বাঁচে বাঙালি

সাইবার সেলে ফোন নম্বরটি ট্রেস করার চেষ্টা চলছে। পাশাপাশি, হুমকি কলের সাথে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য কী হতে পারে, তা বোঝার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।

লস্কর-ই-তৈবা ভারতের অন্যতম শত্রুভাবাপন্ন সন্ত্রাসী সংগঠন। ২০০৮ সালের মুম্বাই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য এই সংগঠনের দায় স্বীকার করা হয়। ওই হামলায় একযোগে ১২টি স্থানে আক্রমণ চালানো হয়েছিল। তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস ও নারিম্যান হাউস ছিল এই আক্রমণের মূল কেন্দ্রবিন্দু।

Advertisements

এই ধরনের হুমকি কল শুধু আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তোলে না, একইসঙ্গে জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।

আরবিআই-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হুমকি কলের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ধরনের ঘটনা দেশের আর্থিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন। 

Indian Railway: ট্রেন লেটে লগ্ন পেরিয়ে যাবে! রেলমন্ত্রীকে ট্যুইট, যুবকের বিয়ে বাঁচাতে তৎপর রেল

পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। কোনও সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠীর যোগসূত্র পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কোনও সন্দেহজনক কার্যকলাপ বা তথ্য থাকলে তা তৎক্ষণাৎ পুলিশের কাছে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই হুমকি কল ভুয়ো কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলি পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে।