ঝাড়খণ্ডকে হারিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা দল

সূচি অনুযায়ী শনিবার কল্যানী স্টেডিয়ামে সন্তোষ ট্রফির (Santosh Trophy 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলা দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন। সম্পূর্ণ সময়…

Bengal Starts Santosh Trophy Campaign

সূচি অনুযায়ী শনিবার কল্যানী স্টেডিয়ামে সন্তোষ ট্রফির (Santosh Trophy 2024) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলা দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন। সম্পূর্ণ সময় শেষে ৪-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল সঞ্জয় সেনের ছেলেরা। এদিন বাংলার হয়ে জোড়া গোল করেন রবি হাঁসদা। পাশাপাশি একটি করে গোল করেন যথাক্রমে মনোতোষ মাঝি এবং নরহরি শ্রেষ্ঠা। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। প্রথম ম্যাচের মত আগামী ম্যাচ গুলিতে ও এই পারফরম্যান্স বজায় রাখার লক্ষ্য থাকবে বাংলার ফুটবলারদের।

বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছে দলের সকল ফুটবলারদের। ধীরে ধীরে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায় বাংলার ফুটবলারদের। তাঁদের সামলাতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছিল ঝাড়খণ্ডের ফুটবলারদের। ‌ এসবের মাঝেই ম্যাচের ৪৫ মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেয় বাংলা দল। ‌ এক্ষেত্রে বল প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগে‌ এসে গিয়েছিলেন ইসরাফিল দেওয়ান, তাঁর পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেন মনতোষ মাঝি।

   

প্রথমার্ধের শেষে সেই এক গোলের ব্যবধানেই এগিয়েছিল সঞ্জয় সেন বাংলা দল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের তেজ বাড়াতে শুরু করে আবু সুফিয়ানরা। তারপর ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের প্রথমো গোল তুলে নেন রবি হাঁসদা। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলার ফুটবল দল। দ্বিতীয় গোলের মিনিট কয়েকের মধ্যেই চলে আসে তৃতীয় গোল। এবার মাঝমাঠ থেকে থ্রু ধরে বল নিয়ে উপরে উঠে আসেন মনোতোষ। তাঁর পাস থেকেই বল নিয়ে দ্বিতীয় গোল করে যান রবি হাঁসদা। এই তৃতীয় গোলের মনোবল ভাঙতে শুরু করে ঝাড়খন্ড ফুটবলারদের।

কিন্তু তবুও আক্রমণে উঠতে ভোলেননি তারক হেমব্রমরা। এভাবেই ম্যাচের ঠিক ৮৪ মিনিটের মাথায় সুপ্রদীপ হাজরার বাড়ানো বল থেকে দলের হয়ে চতুর্থ গোল করে যান নরহরি শ্রেষ্ঠা। শেষ পর্যন্ত এই চার গোলের ব্যবধানেই আসে টুর্নামেন্টের প্রথম জয়।