একবার সম্পূর্ণ চার্জে 100 কিমি পার, বাজারে এল ‘সস্তায় পুষ্টিকর’ ই-স্কুটার

নভেম্বরের মাঝামাঝিতে এসে ভারতের বাজারে আগমন ঘটল নতুন ইলেকট্রিক স্কুটারের। মডেলটি হচ্ছে Zelio X Men 2.0। এর প্রারম্ভিক দাম ৭১,৫০০ টাকা ধার্য করেছে জেলিও ইবাইকস…

Zelio X Men 2.0 launched

short-samachar

নভেম্বরের মাঝামাঝিতে এসে ভারতের বাজারে আগমন ঘটল নতুন ইলেকট্রিক স্কুটারের। মডেলটি হচ্ছে Zelio X Men 2.0। এর প্রারম্ভিক দাম ৭১,৫০০ টাকা ধার্য করেছে জেলিও ইবাইকস (Zelio EBikes)। সেদিক থেকে দেখতে গেলে এটি বাজারে উপলব্ধ অন্যান্য ই-স্কুটারের তুলনায় বেশ সস্তার। চারটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে Zelio X Men 2.0 – গ্রিন, হোয়াইট, সিলভার এবং রেড।

   

মাসের শেষে লঞ্চ, তার আগে প্রথম ইলেকট্রিক স্কুটারের টিজার ছাড়ল হোন্ডা

Zelio X Men 2.0 লঞ্চ হল

জানিয়ে রাখি, যে সকল ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স নেই অথবা করাতেও চান না, তাদের জন্য আদর্শ এটি। কেন শুনবেন? কারণ এটি একটি ধীর গতির ব্য়াটারি পরিচালিত স্কুটার। যা দুই ধরণের ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যাবে – লেড অ্যাসিড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। ৬০ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার লেড অ্যাসিড ব্যাটারি যুক্ত মডেলটির দাম ৭১,৫০০ টাকা। যেখানে ৭২ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার লেড অ্যাসিড ব্যাটারি ভার্সনটি কিনতে খরচ পড়বে ৭৪,০০০ টাকা।

অন্যদিকে ৬০ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত মডেলটির দাম ৮৭,৫০০ টাকা এবং ৭২ ভোল্ট ৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ভার্সনটি কিনতে খরচ পড়বে ৯১,৫০০ টাকা। প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী।

অলিম্পিকে পদক জয়ীদের ইলেকট্রিক গাড়ি উপহার ব্রিটিশ সংস্থার

Zelio X Men 2.0-এর প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার। কোম্পানি দাবি করেছে, তাদের সদ্য লঞ্চ করা মডেলটি ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ চলতে সক্ষম। আবার এর ওজন বহনে সক্ষমতা ১৮০ কেজি। এতে দেওয়া হয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, সামনে অ্যালয় হুইল এবং পেছনে হাব মোটর। সাসাপেনশনের দায়িত্ব পালন করতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বার রয়েছে।

KTM আনল বিরাট চমক! ভারতে একসঙ্গে ১০টি নতুন মোটরসাইকেল লঞ্চের ঘোষণা

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, সেন্ট্রাল লকিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ, অটো রিপেয়ার সুইচ, ইউএসবি চার্জার এবং একটি ডিজিটাল ডিসপ্লে। আবার Zelio তাদের এই ই-স্কুটারের লেড অ্যাসিড এবং লিথিয়াম আয়ন, উভয় ব্যাটারি মডেলে ১০,০০০ কিলোমিটারের ওয়ারেন্টি অফার করছে।