বিয়ের মাস পেরোতেই সুখবর, মা হতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়

গত ৮ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee) । সদ্য বিয়ে হওয়ার প্রায় একমাস পেরোতেই সুখবর দিয়েছেন রূপসা ।…

বিয়ের মাস পেরোতেই সুখবর, মা হতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়

গত ৮ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee) । সদ্য বিয়ে হওয়ার প্রায় একমাস পেরোতেই সুখবর দিয়েছেন রূপসা । অভিনেত্রী ঘোষণা করেছেন যে, তিনি মা হতে চলেছেন। স্বামী সায়নদীপ সরকারের সঙ্গে বৃহস্পতিবার একটি ছবিতে নীল ও গোলাপি কেক হাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রূপসা। এই সুখবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তার পাশাপাশি ট্রোলডও হচ্ছেন নবদম্পতি। তবে এ ধরনের সমালোচনা আসার ব্যাপারে রূপসা আগেই প্রস্তুত ছিলেন। 

বিয়ের মাস পেরোতেই সুখবর, মা হতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়

অবশ্য, রূপসা (Rupsa Chatterjee) জানান, তাঁর এবং সায়নদীপের আইনি বিয়ে গত দুই বছর আগে হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিক বিয়ে শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে, কিন্তু এবার পরিবারের নতুন সদস্য আসার খবর ছড়িয়ে পড়তেই চারদিকে শুভেচ্ছার পাশাপাশি নিন্দার ঝড়ও উঠেছে। অনেকেই রূপসার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে একাধিক সমালোচনা করেছেন, তবে রূপসা এসব মন্তব্যকে একেবারে পাত্তা দিতে চান না। তিনি জানালেন, ‘‘সমালোচনা হবে—এই ভেবেই প্রস্তুত ছিলাম। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মা হতে চলেছি এবং সেই অনুভূতি এখন আমার জীবনের সবচেয়ে বড় সুখ।’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shayandeep Sarkar (@shayandeepsarkar_for_a_reason)

Advertisements

তাদের শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, কেকের উপর লেখা ‘হবু মা-বাবা’। এছাড়া, আরেকটি ছবিতে বন্ধুবান্ধবদের সঙ্গে গোলাপি রঙের ছোট্ট মিষ্টি জুতো হাতে তুলে ধরেছেন রূপসা। বন্ধুদের কাছ থেকে পাওয়া এই সারপ্রাইজ যেন এই সুখবরকে আরও বিশেষ করে তুলেছে। আরও একটি ছবিতে দেখা যায়, একটি ট্রেতে নীল রঙের ছোট্ট কাপড় এবং গোলাপি রঙের ছোট্ট জুতো রাখা। রূপসা-সায়নদীপ গোলাপি জুতো হাতে নিয়ে ছবিটি শেয়ার করেছেন।

রূপসা (Rupsa Chatterjee) তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “এখন থেকে সম্ভবত প্রতি বছর শিশুদিবস আমাদের জন্য বিশেষ হয়ে উঠবে, কারণ আগামী বছর থেকে আমাদের সঙ্গে থাকবে আমাদের জুনিয়র। খুদে আসছে, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।” এর মাধ্যমে তিনি জানিয়ে দেন, এই নতুন অতিথি তাঁদের জীবনকে আরও সুন্দর করে তুলবে।