‘প্রথম বয়ফ্রেন্ড ভয় দেখায় সবাইকে বলে দেওয়ার’ ঋতাভরী

ঝিরিঝিরি বাতাসে এখন প্রেমের আবেশ। ভালবাসার রঙে রঙিন এবসন্ত। কিন্তু একসময় এই বসন্তে ছিল ভয়ের চোখ রাঙানি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী ঋতাভরী জানান, তার…

ritabhari

short-samachar

ঝিরিঝিরি বাতাসে এখন প্রেমের আবেশ। ভালবাসার রঙে রঙিন এবসন্ত। কিন্তু একসময় এই বসন্তে ছিল ভয়ের চোখ রাঙানি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী ঋতাভরী জানান, তার প্রথম প্রেমের স্মৃতি কথা। যা এখন মজার মনে হলেও, সেই সময়টা মোটেও সুখের ছিল না নায়িকার কাছে।

   

তিনি বলেন, ‘আমি তখন ক্লাস সেভেন। স্কুলের খুব ভালো ছাত্রী ছিলাম। শিক্ষক শিক্ষিকারা বেশ ভালোবাসতেন। কো এডুকেশন স্কুলে পড়তাম। একবার একটি ছেলে প্রপোজ করেছিল আমায়। আমিও তাকে হ্যাঁ বলে দিই। তারপরে আমার প্রচণ্ড ভয় হয়। মনে হয়, শিক্ষক শিক্ষিকারা আমায় খারাপ ভাববেন। পরেরদিন স্কুলে গিয়ে প্রার্থনার লাইনে ছেলেটিকে বলি, ‘আমি আই লাভ ইউ-টা ফেরত নিচ্ছি।’ সে বলে, এরকম ভাবে ফেরত নেওয়া যায় না। তারপর আমায় ভয় দেখায় সবাইকে বলে দেওয়ার। ভয় পেয়ে ওর আগেই আমি এক শিক্ষিকার কাছে গিয়ে গোটা ঘটনা বলে ওই ছেলেটির নামেই অভিযোগ করে দিয়েছিলাম।’

সুস্থ হয়ে দুবাই পাড়ি দিয়েছেন টলিউডের ‘বং ক্রাশ’ ঋতাভরী চক্রবর্তী। দুবাইতে বন্ধু সঙ্গে জমিয়ে মজা করছেন নায়িকা। ছুটি কাটিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পরবেন আবার।