দেশের প্রথম মহিলা কোচ হিসেবে অভিনব রেকর্ড প্রিয়ার

ভারতীয় ফুটবল মহল আবারও সাক্ষী হল এক অভিনব রেকর্ডের। দেশের প্রথম মহিলা ফুটবল কোচ হিসেবে এএফসির প্রো লাইসেন্স পাশ করে অনন্য নজির স্থাপন করলেন কেরালার…

Priya PV

ভারতীয় ফুটবল মহল আবারও সাক্ষী হল এক অভিনব রেকর্ডের। দেশের প্রথম মহিলা ফুটবল কোচ হিসেবে এএফসির প্রো লাইসেন্স পাশ করে অনন্য নজির স্থাপন করলেন কেরালার নিবাসী প্রিয়া পিভি (Priya PV)।  ক্রীড়া জগতে তাঁর এই সাফল্য শুধু দেশের মহিলা ফুটবলের জন্য নয়, বরং গোটা ভারতীয় ফুটবল মহলেই এক উৎসাহ ও উদ্দীপনার উৎস।

প্রিয়া পিভির ক্রীড়া যাত্রা শুরু হয়েছিল একেবারে ছোটবেলা থেকেই, বাবার কাছেই ফুটবলের হাতেখড়ি। ছোট থেকেই ফুটবল খেলার প্রতি ছিল বিশেষ আগ্ৰহ, যা তাঁকে পরবর্তীতে কোচিং পেশায় নিয়ে আসে। রাজ্যের বিভিন্ন টুর্নামেন্টে প্রায় বারো বছর খেলেছেন প্রিয়া, সেই সময় থেকেই তাঁর কোচিংয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে। এরপরে ফুটবল কোচিংয়ে পড়াশোনা শুরু করে ২০০৭ সালে তিনি অর্জন করেন এএফসির ‘সি’ লাইসেন্স। তার পরে তাঁর সাফল্যের ধাপ আর একে একে বেড়েই চলতে থাকে।

   

২০১২ সালে ভারতীয় ফুটবল ফেডারেশন প্রিয়াকে দেশের অনূর্ধ্ব ১৪ দলের দায়িত্ব অর্পণ করে। সেখানে তাঁর অসাধারণ সাফল্যের দরুন পরবর্তীতে এএফসি ‘বি’ এবং ‘এ’ লাইসেন্স পরীক্ষাও সফলভাবে পাশ করেন। এই সাফল্যের সুবাদে ২০১৭ সালে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি’র সিনিয়র দলের সহকারী কোচ হিসেবে তাঁর নাম মনোনীত হয়। গোকুলাম কেরালা’র এই মেয়েদের দল প্রিয়ার যোগদানের পর প্রথমবারের মতো ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয় ২০১৯ সালে।

গোকুলাম কেরালার হয়ে তাঁর সাফল্য এবং দক্ষতার প্রমাণ হিসেবে ভারতের সিনিয়র দলের দায়িত্বও তাঁকে অর্পণ করা হয়, যেখানে তিনি তার কোচিং দক্ষতার উৎকর্ষতা দেখিয়ে দেশের মহিলা দলের সাফল্যে অবদান রাখেন। প্রিয়া পিভির অসাধারণ কোচিং ক্ষমতা ও তার নেতৃত্বে ভারতের মহিলা ফুটবল দল যেমন শক্তিশালী হয়েছে, তেমনই তাঁর সাফল্য অন্যান্য মহিলা কোচদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে প্রিয়া ভারতের অনূর্ধ্ব ১৭ দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন। মহিলাদের ফুটবল দলকে শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে দিনরাত কাজ করছেন তিনি। এএফসির প্রো লাইসেন্স পাওয়া দেশের প্রথম মহিলা ফুটবল কোচ হিসেবে প্রিয়া পিভির এই সাফল্য শুধু ভারতীয় ফুটবলে নয়, দেশের ক্রীড়া জগতে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনেক বছর ধরে তিনি ভারতের ক্রীড়া ক্ষেত্রের অন্যতম এক সফল নারী কোচ। তাঁর কোচিংয়ের মাধ্যমে নতুন প্রজন্মের মহিলা ফুটবলারদের মধ্যে যেমন ফুটবলের আগ্ৰহ বাড়ছে, তেমনি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ও স্বপ্নও শক্তিশালী হচ্ছে।