প্রয়োজন হলে সংবিধানও সংশোধন করবেন এমনই ইঙ্গিত দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট (Donald Trump) ট্রাম্প। তিনি ইঙ্গিতে জানালেন প্রয়োজনে তৃতীয় দফায় প্রেসিডেন্ট হতে চান। এই রীতি সংবিধান বিরোধী। তহে ট্রাম্প দ্বিতীয় দফায় সরকার গডে তৃতীয়বারের জন্য প্রস্তুতি শুরু করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধি অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই দফায় মোট আট বছর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। ট্রাম্প ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত চার বছর প্রেসিডেন্ট ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন তিনি। এই মেয়াদ পূর্ণ হলে সংবিধান অনুসারে তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে নামতে পারবেন না। তবে ট্রাম্পের ইঙ্গিত তিনি সংবিধান পাল্টে দিতে চান।
রীতি অনুযায়ী হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। তিনি বলেন আমার ধারণা, আমি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব না। অবশ্য যদি আপনারা বলেন যে, ‘তিনি ভাল ছিলেন। কিংবা বিশেষ এক জনকে আমরা পেয়েছি’, তা হলে আলাদা কথা।
ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প সেই সাংবিধানিক বিধি বদলাতে চলেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপাবলিকান পার্টির ভেতরে। তবে ট্রাম্প মন্তব্য করেছেন আর বিতর্ক চেগে উঠেছে।