হেডলাইটে বিরাট চমক! আসন্ন অ্যাক্টিভা ইলেকট্রিকের টিজার প্রকাশ

চলতি মাস অর্থাৎ নভেম্বরের ২৭ তারিখ ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম টু হুইলার নির্মাতা হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা…

Honda Activa Electric teased

চলতি মাস অর্থাৎ নভেম্বরের ২৭ তারিখ ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম টু হুইলার নির্মাতা হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। মডেলটির হচ্ছে অতি পরিচিত ও দেশের বেস্ট সেলিং স্কুটারের ইলেকট্রিক ভার্সন। হ্যাঁ ঠিকই ধরেছেন, এটি Honda Activa Electric। হোন্ডার মত প্রথম সারির সংস্থার বৈদ্যুতিক স্কুটার লঞ্চের খবরে স্বভাবতই খুশি ভারতীয় ক্রেতারা। কেমন হবে সেটি এখন সেদিকেই নজর সকলের। অনুরাগীদের উৎসাহের মাত্রা কয়েকগুন বাড়িয়ে এবারে সংস্থা তাদের সোশ্যাল মিডিয়ে প্ল্যাটফর্মে Activa Electric-এর একটি টিজার প্রকাশ করল। কেমন বৈশিষ্ট্যের দেখা মিলল শুনবেন?

Ola-র এবার আরও বড় লক্ষ্য, এই সময় বাজারে আসছে তৃতীয় প্রজন্মের ইলেকট্রিক স্কুটার

   

Honda Activa Electric-এ লম্বা বারের ন্যায় হেডলাইটের দেখা পাওয়া গেছে, যা ফ্রন্ট অ্যাপ্রনে প্রতিস্থাপিত। ভারতে এটি জাপানি সংস্থাটির প্রথম ইলেকট্রিক স্কুটার। দীর্ঘদিন ধরে মডেলটির লঞ্চের খবর শোনা যাচ্ছিল। অবশেষে সম্ভাব্য ক্রেতাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আশা করা হচ্ছে, হোন্ডা তাদের প্রথম ইভি মডেলটি একগুচ্ছ ফিচার এবং প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ হয়ে আসবে।

এখনও পর্যন্ত Activa Electric সম্পর্কে বিশদে কিছু জানা না গেলেও হোন্ডা বলেছে, এটি পারফরম্যান্সের দিক থেকে সংস্থার ১১০ সিসি আইসিই মডেলের সমান ক্ষমতা সম্পন্ন হবে। এ থেকে স্পষ্ট যে, জাপানি সংস্থাটি সর্বসাধারণের জন্য ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনা করছে। অর্থাৎ এটি প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে না। একটি ফিক্সড ব্যাটারি দেওয়া হতে পারে এতে।

Kawasaki Ninja সিরিজে বিশেষ ছাড়, সর্বোচ্চ 35,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

শহুরে রাস্তায় চলাচলের উপযুক্ত মডেল হিসাবে আসবে এটি। আবার ফ্যামিলি স্কুটারের বৈশিষ্ট্যের দেখা মিলতে পারে। অনুমান করা হচ্ছে, সম্পূর্ণ চার্জ থাকলে এই স্কুটি ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। ফিচারের মধ্যে দেওয়া হতে পারে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য।

রিপোর্টের দাবি, Honda Activa Electric-এর ফ্রেমের ডিজাইন এমনভ্বে করা হবে, যাতে একসঙ্গে ব্যাটারি ও মোটর অবস্থান করতে পারে। এতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশনের দেখা মিলতে পারে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক থাকবে বলে আশা করা হচ্ছে। TVS iQube, Ather Rizta এবং Bajaj Chetak-এর সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে Activa Electric-এর দাম উক্ত মডেলগুলির কাছাকাছি ধার্য করা হতে পারে।