ভারত বনাম দক্ষিণ আফ্ৰিকা তৃতীয় টি-টোয়েন্টি (India vs South Africa T20) ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুর পরেই বন্ধ হয়ে গেল ম্যাচ। মাত্র এক ওভার ব্যাটিং করল দক্ষিণ আফ্ৰিকা। দুই দলের সব ক্রিকেটাররা প্যাভিলিয়নে ফিরে যান। হটাৎই মাঠে হাজির লক্ষ লক্ষ পতঙ্গ (Flying Ants), যার জেরে সমস্যায় পড়তে হয় খেলোয়াড়দের। তাই কিছুক্ষন ম্যাচ বন্ধ রাখার সিধ্দান্ত নেন আম্পায়াররা।
#INDvSA 3rd T20I |
India vs South Africa 3rd T20I halted due to flying insects in Centurion. South Africa 7/0 in 1 over vs India (219/6)
Follow Live Updates herehttps://t.co/TjJylIttnq pic.twitter.com/x0Fy3CW9ts
— CrickIt (@CrickitbyHT) November 13, 2024