US Navy: মার্কিন যুদ্ধ জাহাজে হামলা, লোহিত সাগর তোলপাড়

লোহিত সাগর তোলপাড়। মার্কিন নৌ সেনা (US Navy) আক্রান্ত! মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেছে ইয়েমেনের শাসক হুথি গোষ্ঠী। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর স্বীকার  করেছে…

লোহিত সাগর তোলপাড়। মার্কিন নৌ সেনা (US Navy) আক্রান্ত! মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেছে ইয়েমেনের শাসক হুথি গোষ্ঠী। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর স্বীকার  করেছে পেন্টাগন।

বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) বাব-আল মান্দেব প্রণালীতে টহলের সময় অন্তত ৮টি ড্রোন ও ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র হুথি গোষ্ঠী।

   

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী দুটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। ইরানের সমর্থিত এই গোষ্ঠীর হামলা সফলভাবে প্রতিহত করা হয়। তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো কর্মীও আহত হয়নি। এ হামলার বিষয়ে আমরা অবগত ছিলাম না।

ইয়েমেনের শাসক হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায়, টানা ৮ ঘণ্টা ধরেমার্কিন যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

হুথি সরকারের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, প্রথম অভিযানটি ছিল বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে আরব সাগরে অবস্থিত আমেরিকান বিমানবাহী রণতরী আব্রাহামকে লক্ষ্য করে। আর একটি অভিযানে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লোহিত সাগরে দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে আঘাত করা হয়।

হুথি গোষ্ঠী ইরানকে সমর্থন করে। তারা টানা কয়েক বছর ধরে ইয়েমেনে দখল করে আছে। ইয়েমেনের নির্বাচিত সরকার দেশ থেকে বিতাড়িত। হুথিদের প্রবল বিরোধী ইজরায়েল ও আমেরিকা। ফিলিস্তিনি এলাকা গাজায় ইজরায়েলি অভিযানের পর থেকে লোহিত সাগর, এডেন উপসাগরে হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের মূল লক্ষ্য ইজরায়েল ও মার্কিন জাহাজ।