নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময় চলছে কিন্তু এখনও পর্যন্ত বঙ্গে সেভাবে শীতের দেখা মেলেনি। যদিও ভোরের দিকে ঠান্ডা অনুভূতি হচ্ছে, তবে লেপ, কম্বল কিংবা সোয়েটার বের করার মতো জাঁকিয়ে শীতের এখনও অভাব রয়েছে। তবে বঙ্গে (West Bengal Weather Update) কবে জাঁকিয়ে শীত পড়বে? কবে শীতের জোরালো অনুভূতির সন্ধান পাবে বঙ্গবাসী সেই দিকেই এখন চেয়ে বসে আছে রাজ্যের মানুষ।
এরই মধ্যে রাজ্যের মানুষের জন্য এক দারুণ খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। যত দিন যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে ততোই সেই আগের মতো রোদের তীব্রতা আর নেই। তবে গায়ে রোদ লাগলে অস্বস্তি হচ্ছে কিন্তু গা জ্বলে পুড়ে যাওয়ার মতো সেই অবস্থাটা আর নেই। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পরে হাওয়ায় হালকা ঠান্ডা অনুভূতিও পাওয়া যাচ্ছে।
মঙ্গলে ফের বাড়ল হীরের চাহিদা, কলকাতায় কত রেট জানেন?
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে স্বাভাবিক কিংবা তার নীচেও নেমে যেতে পারে। তাহলে এবার দেখে নেওয়া যাক, বুধবার থেকে চলতি সপ্তাহ জুড়ে কলকাতা সহ এ রাজ্যে কেমন থাকতে চলেছে আবহাওয়া? এমনিতেই যত দিন যাচ্ছে, বাতাসে উত্তুরে হাওয়া বইছে তাই ধীরে ধীরে পারদও নামতে শুরু করেছে। আস্তে আস্তে রাজ্য জুড়ে তৈরী হচ্ছে শীতের আমেজ।
তবে আজ বুধবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঝাড়খণ্ডে আজ প্রথম দফায় নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ
আজ রাজ্যের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলেছে। তবে দিনভর পরিষ্কার আকাশেরই দেখা মিলবে সর্বত্র। বুধবার কলকাতা সহ অন্যানো জেলায় শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।
আর শুক্রবার থেকে ধীরে ধীরে তৈরী হবে শীতের আমেজ। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পঙে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলির সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি করে কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে।
মমতা-সরকারের কাছে আরজি কর ধর্ষণ-কাণ্ডের রিপোর্ট চাইলেন রাজ্যপাল
পশ্চিমের বিভিন্ন জেলায় পারদ নামার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।