কেটিএম অ্যাডভেঞ্চার বাইকের আন-অফিসিয়াল বুকিং চালু করল, শীঘ্রই লঞ্চ

ভারতে 2025 KTM 390 Adventure-এর লঞ্চ আর কয়েক দিনের অপেক্ষা। শীঘ্রই এদেশের রাস্তায় ছুটতে আরম্ভ করবে অ্যাডভেঞ্চার বাইকটি। উল্লেখযোগ্য বিষয়, লঞ্চের আগেই কেটিএম-এর (KTM) কয়েকটি…

KTM 390 Adventure S

short-samachar

ভারতে 2025 KTM 390 Adventure-এর লঞ্চ আর কয়েক দিনের অপেক্ষা। শীঘ্রই এদেশের রাস্তায় ছুটতে আরম্ভ করবে অ্যাডভেঞ্চার বাইকটি। উল্লেখযোগ্য বিষয়, লঞ্চের আগেই কেটিএম-এর (KTM) কয়েকটি ডিলার মডেলটির আন-অফিসিয়াল বুকিং গ্রহণ শুরু করেছে। এবছর EICMA 2024-তে নতুন মডেলটি আত্মপ্রকাশ করেছে। অনুমান করা হচ্ছে, কেটিএম ইন্ডিয়া বাজারে এই বাইক তিনটি ভ্যারিয়েন্টে হাজির করবে। যথা – নিচু সিট হাইট বিশিষ্ট X, স্ট্যান্ডার্ড এবং টপ লাইন R।

   

স্ট্রিটফাইটার বাইক বাজার কাঁপাবে! শক্তিশালী ইঞ্জিন ও অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে এল

উল্লেখ্য, নতুন KTM 390 Adventure-এ ফিচারের তালিকায় থাকছে নয়া ডিজাইন, নতুন চ্যাসিস এবং KTM 390 Duke-র ইঞ্জিন। বলার অপেক্ষা রাখে না, 390 Adventure-এর একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছে কেটিএম।

সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন সহ বাজারে এল ভেসপার এই অত্যাধুনিক স্কুটার

2024 EICMA-তে 390 Adventure R-কে স্পট করা হয়েছে। রেঞ্জের টপ মডেল হওয়ার করণে এতে ফিচারের সংখ্যা সব থেকে বেশি। সামনে ২১ ইঞ্চি এবং পেছনে ১৮ ইঞ্চি ওয়্যার স্পোক হুইলে ছুটবে এই বাইক। এতে থাকছে অ্যাডজাস্টেবল ডব্লুউপি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন।

মারুতি লঞ্চ করল সর্বাধিক সুরক্ষিত গাড়ি, মাইলেজ লিটারে ২৫.৭১ কিমি

390 Adventure R-এ উপস্থিত অল-এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ কালার টিএফটি ডিসপ্লে, কুইকশিফটার, ট্রাকশন কন্ট্রোল এবং এবিএস। ৩৯০ অ্যাডভেঞ্চার আর মডেলটি ক্রুজ কন্ট্রোল সহ আসছে। যা কিনা অ্যাডভেঞ্চার বাইকের সেগমেন্টে এই প্রথম। নতুন KTM 390 Adventure-এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Royal Enfield Himalayan 450।