ক্রীড়াবিদদের সম্মান জানাতে শুরু হল পঞ্চম ইন্ডিয়ান স্পোর্টস অনার্স

ভারতের ক্রীড়াবিদদের সম্মান জানাতে এবং তাঁদের অসাধারণ ক্রীড়া সাফল্যের কথা তুলে ধরতে শুরু হল পঞ্চম ইন্ডিয়ান স্পোর্টস অনার্স (Indian Sports Honours)। দেশের সেরা ক্রীড়াবিদদের কৃতিত্বকে…

Top Indian Athletes Shine at 5th Edition of Indian Sports Honours

ভারতের ক্রীড়াবিদদের সম্মান জানাতে এবং তাঁদের অসাধারণ ক্রীড়া সাফল্যের কথা তুলে ধরতে শুরু হল পঞ্চম ইন্ডিয়ান স্পোর্টস অনার্স (Indian Sports Honours)। দেশের সেরা ক্রীড়াবিদদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল লক্ষ্য। এবারের আসরে অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সহ ক্রিকেট, স্কোয়াশ ও দাবায় অসামান্য পারফরম্যান্স দেখানো ক্রীড়াবিদদের সম্মানিত করা হয়েছে।

লাল গালিচায় ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা
এই তারকাখচিত অনুষ্ঠানের লাল গালিচায় অংশ নেন ক্রীড়া ও বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন ভারতের বহু বিখ্যাত ক্রীড়াবিদ, যেমন অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা, টেনিস তারকা সানিয়া মির্জা, প্যারালিম্পিক চ্যাম্পিয়ন মুরলিকান্ত পেটকর, বক্সিং তারকা বিজেন্দর সিং, কুস্তিগীর যোগেশ্বর দত্ত, ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, শ্রীয়াঙ্কা পাটিল, শুটার সরবজোত সিং, ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন, এবং প্যারা শুটার আভনী লেখারা। এছাড়া উপস্থিত ছিলেন রানি রামপাল ও হরমনপ্রীত সিংয়ের মত হকি তারকাও।

   

ক্রীড়াবিদদের পাশাপাশি অনুষ্ঠানে বিনোদন জগতের বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, অভিনেত্রী অনন্যা পাণ্ডে, অভিনেতা অঙ্গদ বেদি এবং অভিনেত্রী নেহা ধুপিয়া।

দেশের ক্রীড়া উন্নয়নে ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের ভূমিকা
ইন্ডিয়ান স্পোর্টস অনার্স শুধু ক্রীড়াবিদদের স্বীকৃতি দিতেই নয়, দেশের ক্রীড়া উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য দেশের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে উদ্দীপনা জাগানো এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করা।