ট্রাম্পকে হত্যা করতে পাক-আফগানদের ব্যবহার করছে ইরান, রিপোর্টে চাঞ্চল্য

মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যা চেষ্টার করছে ইরান (Iran)। আর তারজন্য পাকিস্তান ও আফগানিস্তানের লোকেদের ব্যবহার করছে খোমেইনির দেশ। সম্প্রতি এমনই…

18 thousand indians identified as illegal migrants in us

short-samachar

মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যা চেষ্টার করছে ইরান (Iran)। আর তারজন্য পাকিস্তান ও আফগানিস্তানের লোকেদের ব্যবহার করছে খোমেইনির দেশ। সম্প্রতি এমনই এক অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক আফগান নাগরিককে। তার বিরুদ্ধে শুরু হয়েছে মামলাও। অভিযোগে বলা হয়েছে, ইরানের পরিকল্পিত এই ষড়যন্ত্রে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নিযুক্ত করা হয়েছিল। শুক্রবার মার্কিন বিচার মন্ত্রকের ফারহাদ শাকেরি নামে ৫১ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, শাকেরির দায়িত্ব ছিল ট্রাম্পকে হত্যার পরিকল্পনা সরবরাহ করা এবং তদারকি করা।  

   

ডোনাল্ড ট্রাম্পের জয় ও আমেরিকার পররাষ্ট্রনীতি: বিশ্বের জন্য সতর্কবার্তা

মার্কিন প্রশাসন জানিয়েছে, শাকেরিকে এখনও আটক করা যায়নি এবং তিনি সম্ভবত ইরানে অবস্থান করছেন। অন্যদিকে, ইরান অভিযোগগুলিকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে মন্তব্য করেছে। নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে দায়ের করা ফৌজদারি মামলায় প্রসিকিউটররা জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ডের এক কর্মকর্তা সেপ্টেম্বর মাসে শাকেরিকে ট্রাম্পের উপর নজরদারি এবং হত্যা পরিকল্পনা করার নির্দেশ দেন।

বিচার বিভাগের অভিযোগে বলা হয়েছে, ইরানি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হত্যা ষড়যন্ত্রের নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, “আমাদের বিচার বিভাগ ইরানি শাসনের এক কর্মীকে অভিযুক্ত করেছে, যার কাজ ছিল ইরানের লক্ষ্যবস্তুদের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রে অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করা, যার মধ্যে ছিলেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ।” 

আরজি কর-কাণ্ডে ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা, দিলেন আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক

অতীতে সৈয়দ ফকর আব্বাস নামে পাকিস্তানের এক ব্যক্তিকে বিদেশের মাটিতে ইহুদী হত্যার দায়িত্বও দিয়েছিল ইরান। কিন্তু গ্রীসের গোয়েন্দা তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় ইরানের। 

মহামেডানের বিরুদ্ধে নয়জনে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল, খুলল খাতা

এবার ট্রাম্পকে সরাতে ইরানের এই পরিকল্পনার অংশ হিসেবে শাকেরি ইরানের একটি প্রশিক্ষিত নেটওয়ার্কের সহায়তায় আমেরিকান কিছু ব্যক্তির বিরুদ্ধে হুমকি তৈরি করছিলেন। এছাড়াও এই মামলায় আরও দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, যাদের কাজ ছিল ইরানবিরোধী সমালোচনা করা একজন মার্কিন সাংবাদিককে হত্যা করা। সেই সাংবাদিক ইরানের শাসন ব্যবস্থার প্রকাশ্য সমালোচক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মার্কিন সরকার ইরানের এই ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পাওয়ার পর তা প্রকাশ করেছে এবং ইরানকে সতর্ক করে দিয়েছে।