‘মোস্ট ওয়ান্টেড’ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনও সময় রেডকর্নার নোটিশ, কী করবে মোদী সরকার?

আন্তর্জাতিক পুলিশ ‘ইন্টারপোল’ (Interpol) যে কোনও সময় বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) মোস্ট ওয়ান্ডটেড লাল তালিকাভুক্ত করবে। তার নামে রেডকর্নার নোটিশ জারি…

Sheikh Hasina

short-samachar

আন্তর্জাতিক পুলিশ ‘ইন্টারপোল’ (Interpol) যে কোনও সময় বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) মোস্ট ওয়ান্ডটেড লাল তালিকাভুক্ত করবে। তার নামে রেডকর্নার নোটিশ জারি হতে চলছে। এমনই ইঙ্গিত দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গণবিক্ষোভ দমনে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচারাধীন।

   

গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রিত। প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রবিবার এমন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হকসহ কমপক্ষে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রেড কর্নার নোটিশ কী?
আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত ‘ওয়ান্টেড’ ব্যক্তিদের অবস্থান এবং গ্রেফতারের জন্য তদন্ত করে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোল। এই পুলিশ সংগঠনের সদস্য দেশের অনুরোধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ (RCN) জারি করে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায় দেশত্যাগী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার চালাতে। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের দাবি, শেখ হাসিনার চরম শাস্তি হোক। বাংলাদেশে একাধিক সংগঠনের দাবি, গণহত্যায় জড়িত হাসিনা। তার মৃত্যুদণ্ড হোক।

বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা আছেন ভারতে। তিনি ভারত সরকারের আশ্রিত। তাকে দিল্লিতে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে ভারতের মোদী সরকার। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিকস্তরে প্রত্যর্পণ চুক্তি আছে। বিবিসি জানাচ্ছে, হাসিনাকে কোনও অবস্থায় ছাড়বে না ভারত। সেক্ষেত্রে ইন্টারপোল রেডকর্নার নোটিশ ঘিরে কূটনৈতিক হাওয়া গরম হতে চলেছে।