ছটপুজোয় একলাফে কমল সোনার দাম, কলকাতায় কত জানেন

সোনার মতো (Gold And Silver Price) মূল্যবান ধাতুর দাম পরিবর্তন নিয়ে বরাবরই বেশ চিন্তায় থাকে সাধারণ মানুষ। তবে আজ মঙ্গলবার অনেকেই সোনা ও রুপোর গয়না…

Gold Prices Soar in Kolkata: Latest Rate Trends

সোনার মতো (Gold And Silver Price) মূল্যবান ধাতুর দাম পরিবর্তন নিয়ে বরাবরই বেশ চিন্তায় থাকে সাধারণ মানুষ। তবে আজ মঙ্গলবার অনেকেই সোনা ও রুপোর গয়না (Gold And Silver Price) কিনে থাকেন। তবে সোনা বা রুপোর দাম বাড়লে যেমন মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে ঠিক তেমনি এর দাম কমলে মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। 

প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর। দিনদিন সোনার দামে কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের ওপরেও। এখনও পর্যন্ত অনেক বাঙালিই বিয়ে কিংবা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের উপহার হিসেবে এই মূল্যবান ধাতুগুলো দিয়ে থাকেন। কলকাতা শহরে ২২ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮,৮৪০ টাকায়। আর ১০ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছে ৭৩,৫৫০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭,৩৫,৫০০ টাকায়। অন্যদিকে মহানগরীতে ২৪ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪,১৯২ টাকা। ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৮০,২৪০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৮,০২,৪০০ টাকায়। আজ কলকাতার বাজারে সোনার দাম:

   

২৪ ক্যারাটের পাকা সোনার বার: ৭৮ হাজার ৬৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

২৪ ক্যারাটের পাকা সোনার বার (খুচরো): ৭৯ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনা: ৭৫ হাজার ১৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো: ৯৪ হাজার ৪৫০ টাকা (প্রতি কেজি)

হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com-এও দেখতে পারেন।