রেলের ঘোষিত স্পেশাল ট্রেন আজ ১২ ঘণ্টার বেশি লেট, কারণ জানাল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)।…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক। 

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, ০৭২২৬ শালিমার-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন আজ মঙ্গলবার ১২ ঘণ্টার অধিক দেরিতে ছাড়বে। রেল সূত্রে খবর, এই ট্রেন সকাল ১০টার পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে শালিমার ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। লিঙ্ক ট্রেন দেরিতে পৌঁছানোর ফলে এই বিলম্ব বলে জানানো হয়েছে।

   

অন্যদিকে আরও কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথাও জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কতৃপক্ষ।