আরজি কর কাণ্ডের (RG Kar Incident) ৮৭ দিনের মাথায় এবং সিবিআইয়ের প্রথম চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের মামলায় ধৃত মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে গঠিত হল চার্জ।
সোমবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজওয়ান অনির্বাণ দাসের এজলাসে চার্জ গঠনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) (ধর্ষণ) এবং ৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে রোজ চলবে এই মামলার বিচার প্রক্রিয়া।
আজ অর্থাৎ সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছিল আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে। সেখানেই সোমবার প্রথম ক্যামেরার সামনে মুখ খুলে সঞ্জয় সরাসরি রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে।
অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে প্রিজন ভ্যানে তোলা হলে সে সময় তিনি সংবাদমাধ্যমের সামনে চিৎকার করে বলে ওঠেন, “আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে কোন কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। আমাকে জোর করে লোকের কাছে ছোট করে দেওয়া হচ্ছে।”
সেইসঙ্গে তিনি আরও বলেন, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ করিনি মার্ডার করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”
সোমবার শিয়ালদহ আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যানে উঠে ফেরার সময় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দাবি করে জানিয়েছেন যে, তিনি এই ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন। তবে এবারই প্রথম নয়, এর আগেও একবার নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়।