জলের তোড়ে (Natural Disasters) ভেসে গেল একের পর এক গাড়ি। আস্ত একটা বাস সরে গেল কাগজের ভেলার মতো। শিউরে ওঠার মতো ভিডিও ফুটেজ। প্রচণ্ড বৃষ্টি এবং ধসের কারণে মঙ্গলবার কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের অদূরের একটি ট্যুরিস্ট স্পট। কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মেঘ ভাঙা বৃষ্টি। লন্ডভন্ড ছবির মতো সুন্দর পেট্রোপলিস। ব্রাজিলের দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য। আপাতত ১৮ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ১৮০ জন দমকল কর্মী ঝুঁকি নিয়ে চালাচ্ছেন উদ্ধার কাজ। ঘটনাটি রিও ডি জেনেইরো শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে, যেখানে রয়েছে সম্রাট দ্বিতীয় পেদ্রোর সমাধি।