East Bengal FC : অগ্নিপরীক্ষা ইস্টবেঙ্গলের তৈরি মশাল বাহিনী

হাতে আর মাত্র দুই ঘন্টা। এরপর এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তাঁদের প্রতিপক্ষ লেবাননের নেজমেহ এসসি (Nejmeh…

Torch Bearers supporters are ready to support East Bengal FC

হাতে আর মাত্র দুই ঘন্টা। এরপর এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তাঁদের প্রতিপক্ষ লেবাননের নেজমেহ এসসি (Nejmeh SC)। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে এই ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য অস্কার ব্রুজোর। তাই কিছুক্ষণের মধ্যেই অগ্নিপরীক্ষা দিতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal FC)। দলের ফুটবলারদের প্রতি আস্থা রেখে তৈরি মশাল ব্রিগেডের সমর্থকরাও (Torch Bearers Supporters)।

East Bengal FC : নকআউটে পৌঁছতে নেজমেহ বধ একমাত্র লক্ষ্য ইস্টবেঙ্গলের!

   

শুক্রবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে লেবাননের ক্লাব নেজমেহ এফসির বিরুদ্ধে জিতলেই ইস্টবেঙ্গল সোজা প্রবেশ করবে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে। কিন্তু যদি হেরে যায় সেক্ষেত্রে লড়াই বেশ কঠিন হয়ে দাঁড়াবে মশাল ব্রিগেডের কাছে। এই মুহূর্তে নেজমেহ এসসি দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে গ্ৰুপ শীর্ষে রয়েছে। এক ম্যাচ ড্র এবং জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। দুই ম্যাচ খেলে এক ম্যাচে ড্র করে তৃতীয় স্থানে রয়েছে ভুটানের পারো এফসি। দুই ম্যাচ হেরে গ্ৰুপের লাস্ট বয় বাংলাদেশের বসুন্ধরা কিংস।

India vs New Zealand : মুম্বই টেস্টে ‘লাঞ্চ’ বিরতির আগে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড

শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে নেজমেহ এসসির বিরুদ্ধে। অন্যদিকে পারো এফসির বিরুদ্ধে মাঠে নামবে বসুন্ধরা। এই ম্যাচে পারো এফসি জিতলেই ইস্টবেঙ্গলের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলবে তাঁরা। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনালের জন্য রাস্তা পরিষ্কার রাখতে হলে নেজমেহর বিরুদ্ধে জয় কিংবা ড্র করতেই হবে। তবেই পাকাপাকি ভাবে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করবে আনোয়ার অলিরা।

এই বিদেশি ফরোয়ার্ডকে স্বাগত জানাল হায়দরাবাদ এফসি

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ মিডফিল্ডার সাউল ক্রেসপো জানান, “এটা আমাদের জন্য ফাইনালের মতো কারণ আমাদের পরের রাউন্ডে থাকতে হলে ৩ পয়েন্ট দরকার।” তবে শেষ পর্যন্ত আদৌ কোন দল পৌঁছায় পরবর্তী রাউন্ডে এখন সেটাই দেখার বিষয়। কিন্তু দলকে সমর্থন করতে তৈরি মশাল ব্রিগেডের মশাল ব্রিগেডের সমর্থকরাও। বুদ্ধের মূর্তির সামনে মশালের ছবি দিয়ে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব থেকে একটি পোস্ট করে লেখা “It’s do or die game today”।