দীপাবলিতে শ্রীবল্লী ও পুষ্পারাজের শুভেচ্ছা,সামনে এল ‘পুষ্পা ২’এর নতুন পোস্টার

দীপাবলির আনন্দময় মুহূর্তে, দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)তাঁর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2) এর নতুন পোস্টার প্রকাশ করেছেন (Pushpa…

PUSPA-2

দীপাবলির আনন্দময় মুহূর্তে, দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)তাঁর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2) এর নতুন পোস্টার প্রকাশ করেছেন (Pushpa 2 new poster)। এই পোস্টারটি মুক্তি পাওয়ার সাথে সাথে সিনেপ্রেমীদের মধ্যে একটি নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে।

“পুষ্পা: দ্য রাইজ” এর সাফল্যের পর, ‘পুষ্পা ২'(Pushpa 2) নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়ে গেছে। আল্লু অর্জুনের (Allu Arjun)শক্তিশালী অভিনয় এবং রশ্মিকা (Rashmika Mandanna) মান্দান্নার সঙ্গে তাঁর জুটি সবার মনে জায়গা করে নিয়েছে। প্রথম অংশের মতোই, এই ছবিতেও দর্শকদের জন্য থাকবে রোমাঞ্চ এবং উত্তেজনা।

   

বৃহস্পতিবার ভক্তদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন আল্লু অর্জুন(Pushpa 2 new poster)। ‘পুষ্প 2’ (Pushpa 2) ছবির নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টারে লেখা আছে, ‘শুভ দিওয়ালি’। এতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে রশ্মিকা মান্দানাকেও(Rashmika Mandanna) ।

পোস্টারে আল্লুর ভক্তরা লিখছেন, আমাদের প্রিয় নায়ককে শুভ দীপাবলি। একজন লিখেছেন, ‘পুষ্প 2 ব্লকবাস্টার হবে। আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ অন্যএকজন লিখেছেন, ‘আন্না, আপনি দীপাবলিতে নিখুঁত উপহার দিয়েছেন। এটি একটি খুব সুন্দর পোস্টার।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

 

প্রসঙ্গত,কোভিড আবহে ২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পা ছবির প্রথম অংশ অর্থাৎ ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবি। এই ছবি এক কথায় বক্স-অফিসে ঝড় তুলেছিল। শুধু ছবি নয় এই ছবির গান গুলিও ব্যাপক হিট হয়েছিল। তার মধ্যে ছবির আইটেম গান ‘ওও আন্তাভা’ আগুন ধরিয়ে ছিল সামান্তা প্রভু (Samantha Ruth Prabhu)।

এবার আসছে পুষ্পা ছবির দ্বিতীয় অংশ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule) ।এই ছবিতেও নির্মাতার একটি আইটেম গান রাখতে চলেছে। যা ছবির প্রথম অংশের আইটেম গানের থেকে বড় হতে চলেছে । ছবির আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) । তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি।