দীপাবলির শুভক্ষণে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘বিনোদিনী’ ছবির টিজার

বাংলা রঙ্গমঞ্চের অন্যতম কিংবদন্তি বিনোদিনী দাসীর জীবন কাহিনী নিয়ে আসছে নতুন ছবি “বিনোদিনী – একটি নটীর উপাখ্যান।” ছবিতে রুক্মিনী মৈত্রের (Rukmini Maitra) অভিনয় দিয়ে জীবন্ত…

BINODINI-RUKMINI

short-samachar

বাংলা রঙ্গমঞ্চের অন্যতম কিংবদন্তি বিনোদিনী দাসীর জীবন কাহিনী নিয়ে আসছে নতুন ছবি “বিনোদিনী – একটি নটীর উপাখ্যান।” ছবিতে রুক্মিনী মৈত্রের (Rukmini Maitra) অভিনয় দিয়ে জীবন্ত হয়ে উঠবে বিনোদিনী এবং দর্শকদের সামনে আনবে নাটকের ঐতিহ্য ও নারীর শক্তির অনন্য গল্প। এই ছবির মুক্তির অপেক্ষায় বসেছিলেন সকল ভক্তরা। মহালয়ার দিনে সামনে এসেছিল ছবির মোশান পোস্টার এবং মুক্তির তারিখ। আর দীপাবলির শুভক্ষণে সামনে এল টিজার (Binodini film teaser release) । আর তাতেই আবারও বিনোদিনী চরিত্রে নজর কাড়লেন রুক্মিনী।

   

বিনোদিনী দাসী ছিলেন বাংলা নাটকের প্রথম মহিলা অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি সমাজের নানান বাধা অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন সাংস্কৃতিক প্রতীক, যিনি তার সময়ের নানা কুসংস্কার ও বাধার বিরুদ্ধে লড়াই করেছেন। এই চলচ্চিত্রটি তার সেই অবিস্মরণীয় যাত্রা নিয়ে গল্প বলবে, যেখানে দেখা যাবে কিভাবে তিনি নাটকের জগতে প্রবেশ করেন এবং নিজেকে এক অনন্য মহিমায় প্রতিষ্ঠিত করেন।

টিজারে (Binodini film teaser release) গিরিশ ঘোষের ভূমিকায় দেখা মিলল কৌশিক গঙ্গোপাধ্যায়ের,রাঙাবাবুর চরিত্রে দেখা মিলল রাহুল বোসের। ব্যবসায়ী গুর্মুখ রায়ের চরিত্রে রয়েছেন মীর ও কুমার বাহাদুরের চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। টিজারে বারবার বিনোদিনী চরিত্রে নজর কাড়লেন রুক্মিনী।

এই ছবির টিজার দেব তার সোস্যাল মিডিয়াতে শেয়ার করে লিখেছেন,’বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী বিনোদিনী দাসী’র অনেক না জানা কথা নিয়ে আসছে আমাদের আগামী নিবেদন- “বিনোদিনী – একটি নটীর উপাখ্যান”।

ছবিতে বিনোদিনীর চরিত্রে প্রসঙ্গে রুক্মিনী(Rukmini Maitra) জানিয়েছিলেন, “বিনোদিনী এমন একজন নারী যাঁর জন্য মেয়েরা থিয়েটার বা সিনেমায় আজকে কাজ করতে পারছেন। সমাজের সব ছুঁতমার্গ দূর করেছেন। এরকম এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি। বাংলার এই চরিত্রকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য কঙ্গনা ও ছবির টিমকে শুভেচ্ছা জানাতে চাই।” আগামী 23 জানুয়ারি ২০২৫ সালে বড় পর্দায় মুক্তি পাবে‘বিনোদিনী’(Binodini)।