প্রতিশোধ! মাঠে সাপ মারেন কৃষক, কয়েক ঘণ্টার মধ্যে সাপের কামড়ে মৃত্যু কৃষকের

সিনেমা বা গল্পের বইতে সাপের (snake) প্রতিশোধের (revenge) অনেক কাহিনী শুনেছেন এবং পড়েছেন। এবার জেনে নিন একটি সত্য ঘটনা। উত্তরপ্রদেশের বেরেলিতে মাঠে কাজ করতে গিয়ে…

snake revenge

সিনেমা বা গল্পের বইতে সাপের (snake) প্রতিশোধের (revenge) অনেক কাহিনী শুনেছেন এবং পড়েছেন। এবার জেনে নিন একটি সত্য ঘটনা। উত্তরপ্রদেশের বেরেলিতে মাঠে কাজ করতে গিয়ে সাপ মেরে ফেললেন এক কৃষক (Farmer)। ঘণ্টাখানেক পর আরেকটি সাপ ওই যুবককে কামড়ায়। এতে ওই যুবকের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, যুবক যে সাপটিকে মেরেছে সেটি ছিল একটি কোবরা। যে সাপ যুবককে কামড়েছে সেই সাপটি যুবককে কামড়ানোর আগে অনেকক্ষণ মৃত সাপটির কাছে বসে থাকে।

ঘটনাটি বেরেলির কিয়ারা থানা এলাকার। ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। এ ঘটনাকে কেন্দ্র করে লোকজন নানা ধরনের আলোচনা-সমালোচনা করছেন। মৃত যুবকের বাড়িতে শোকের ছায়া। পরিবারের সদস্যদের মতে, কিয়ারা গ্রামের বাসিন্দা গোবিন্দ কাশ্যপ (৩২) শ্রমিক হিসাবে মাঠে কাজ করতেন। বুধবার ওই একই গ্রামের বাসিন্দা অতুল সিংহের ক্ষেতে কাজ করছিলেন তিনি। ধান কাটার পর ছড়িয়ে থাকা খড় সংগ্রহের কাজ তিনি করছিলেন।

তিনি লাঠি দিয়ে খড় কুড়াচ্ছিলেন তখন একটি কোবরা সাপ বেরিয়ে আসে। সাপটি তাঁর দিকে আক্রমণ হানলে গোবিন্দ সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে। এই ঘটনার পর গোবিন্দ বাড়িতে খাবার খেতে যান। প্রায় ঘণ্টাখানেক পর কাজে ফিরলে একই স্থানে আরেকটি সাপে তাকে কামড় দেয়। সাপে কামড়ানোর পর সে তার বাড়ির দিকে দৌড়ে যেতে যায়, কিন্তু চার পা ও হাঁটতে পারে নি সে, সেখানেই পেরে তাঁর মৃত্যু হয়।

Advertisements

জমির মালিক অতুল সিং গোবিন্দকে এভাবে পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে পৌঁছে তার অবস্থা দেখে তার পরিবারকে খবর দেন। তৎক্ষণাৎ গোবিন্দকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, তাকে বিষধর সাপে কামড়েছে। এতে সাপের বিষ তখনই তার সারা শরীরে ছড়িয়ে পড়ে বলে গ্রামবাসীরা জানান। তাদের মতে, গোবিন্দকে কামড়ানোর আগে এই সাপটি অনেকক্ষণ ধরেই মৃত সাপের কাছে বসে ছিল। সাপটি প্রতিশোধ নিয়েছে বলে দাবি করা হচ্ছে।