টানা তিন ম্যাচ জিতে কী বলছেন বাগান অধিনায়ক?

গত বুধবার গাছিবাউলি স্টেডিয়ামে আইএসএলের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল হায়দরাবাদ এফসি। নির্ধারিত সময়ের শেষে দুই গোলের ব্যবধানে তাঁদের…

Mohun Bagan Captain Subhasish Bose Speaks Out on Team’s Momentum After Three Consecutive Wins

short-samachar

গত বুধবার গাছিবাউলি স্টেডিয়ামে আইএসএলের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল হায়দরাবাদ এফসি। নির্ধারিত সময়ের শেষে দুই গোলের ব্যবধানে তাঁদের বিপক্ষে ম্যাচ জিতে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে বেঙ্গালুরু এফসির পাশাপাশি এবার লিগ শিল্ড জয়ের দৌড়ে চলে আসল জোসে মোলিনার ছেলেরা। যা নিঃসন্দেহে খুশি করবে সমর্থকদের।

   

Also Read | বসুন্ধরা বধের পর লক্ষ্য নেজমেহ এফসি, নতুন অঙ্ক অস্কারের!

এদিন শুরু থেকে থাংবোই সিংটোর ছেলেদের দাপট থাকলেও পরবর্তীতে ম্যাচে ফিরে আসে মোহনবাগান। তারপর সময় যত এগিয়েছে ততই আক্রমণের তেজ বাড়াতে থাকে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে মনবীর সিংরা। তা সামাল দিতে গিয়ে কালঘাম ছুঁটতে থাকে হায়দরাবাদ ডিফেন্ডারদের। তারপর ৩৭ মিনিটের মাথায় উইং থেকে আক্রমণে উঠে এসে বল জালে জড়িয়ে যান ভারতীয় তারকা মনবীর সিং। প্রথমার্ধের শেষে সেই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে বাগান ব্রিগেড‌।

Also Read | Tiger Shroff : অভিনয় ছেড়ে নতুন ভূমিকায় আত্মপ্রকাশ টাইগার শ্রফের

তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শানিয়ে সাই গডার্ডরা গোলের সুযোগ তৈরি করলেও সেটা ফিনিশ করতে পারেননি দলের সতীর্থ ফুটবলাররা। নাহলে অনায়াসেই সমতায় ফিরতে পারত হায়দরাবাদ। কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপর ৫৫ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে ব্যবধান বাড়িয়ে যান বাগান অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের‌ ভাসানো বল থেকে হেড করে গোল করে যান এই ভারতীয় ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ফলাফলেই জয় নিশ্চিত করে সবুজ-মেরুন শিবির।

Also Read | Jasprit Bumrah : শীর্ষ স্থান হারালেন জসপ্রীত বুমরার, দখল করলেন রাবাডা

দলের এই পারফরম্যান্স নিয়ে বাগান অধিনায়ক বলেন, “দলের সকলেই আজ দুরন্ত পারফরম্যান্স করেছে। সকলেই নিজেদের একশো শতাংশ দিয়েছে। সেজন্য আমরা পুরো পয়েন্ট পেয়েছি। তাছাড়া এই ম্যাচে গ্ৰেগ স্টুয়ার্ট দারুণ ক্রস করেছিল যারফলে হেড দিয়ে গোল করতে পেরেছি।”