Bandhavgarh Tiger Reserve: বান্ধবগড়ে একাধিক হাতির মৃত্যু, অরণ্যে আতঙ্ক!

মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে (Bandhavgarh Tiger Reserve) পর পর মারা যাচ্ছে হাতি। একাধিক হাতি অসুস্থ বলে জানা যাচ্ছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড়…

Bandhavgarh Tiger Reserve: বান্ধবগড়ে একাধিক হাতির মৃত্যু, অরণ্যে আতঙ্ক!

মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে (Bandhavgarh Tiger Reserve) পর পর মারা যাচ্ছে হাতি। একাধিক হাতি অসুস্থ বলে জানা যাচ্ছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভে চারটি বন্য হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে।

বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন পাঁচটি হাতি অসুস্থ ছিল। চিকিৎসা চলছিল। চারটি হাতির মৃতদেহ মিলেছে। তিনটি মহিলা এবং একটি পুরুষ হাতি। বনরক্ষীরা নিয়মিত টহল দিয়েছিলেন তারা মৃত হাতিদের পড়ে থাকতে দেখেন।

বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ডিরেক্টর প্রকাশ কুমার ভার্মা বলেছেন, চারটি হাতির মৃতদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisements

বনবিভাগ জানিয়েছে, মৃত হাতিগুলো ছিল ১৩টি হাতির পালের মধ্যে।সন্দেহ করা হচ্ছে যে হাতিরা কিছু বিষাক্ত কিছু খেয়ে থাকতে পারে এবং ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি হাতি, একই পালের একাংশ অসুস্থ এবং বাকি চারটি হাতিকে সুস্থ দেখতে পান। বান্ধবগড় এবং স্কুল অফ ওয়াইল্ডলাইফ ফরেনসিক অ্যান্ড হেলথ, জবলপুরের বন্যপ্রাণী স্বাস্থ্য আধিকারিক এবং বন্যপ্রাণী পশুচিকিৎসকরা ঘটনাস্থলে গেছেন।  তারা চারটি সুস্থ হাতির গতিবিধি পর্যবেক্ষণ করছেন।