রয়্যাল এনফিল্ড তাদের আসন্ন নতুন স্ক্র্যাম্বলার বাইকের উপর থেকে অফিসিয়ালি পর্দা সরাল। এটি হচ্ছে Royal Enfield Interceptor Bear 650। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি একটি ৬৫০ সিসি মোটরসাইকেল। যা সংস্থার প্রসিদ্ধ মডেল Interceptor-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তবে আসন্ন মডেলে বেশ কিছু পরিবর্তন নজরে পড়বে। যেমন ইঞ্জিন ও ডিজাইন এর আলাদা।
দর্শনের দিক থেকে Interceptor 650-এর কাছাকাছি হলেও Royal Enfield Interceptor Bear 650-তে বেশকিছু পার্থক্য বর্তমান। এর ডিজাইনে আরও বেশি স্ক্র্যাম্বলার বৈশিষ্ট্য প্রকট হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে উজ্জ্বল কালার স্কিম, নতুন এগজস্ট সিস্টেম এবং ফ্ল্যাট সিট।
এক বছরের ওয়েটিং পিরিয়ড কমে মাত্র দু’মাস, Mahindra Thar-কে বিশেষ গুরুত্ব সংস্থার
Interceptor Bear 650 পাঁচটি নতুন কালার অপশনে বেছে নেওয়া যাবে। এর লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে এখনও মুখ খোলেনি রয়্যাল এনফিল্ড। আগামী ৫ নভেম্বর ভারতের বাজারে বাইকটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে থাকছে টেলিস্কোপিক ইউনিটের পরিবর্তে ইউএসডি ফ্রন্ট ফর্ক। পেছনে থাকছে ডুয়েল শক। এর সঙ্গে এলইডি হেডলাইট এবং ইনবিল্ট নেভিগেশন সহ টিএফটি ড্যাশ, ডুয়েল চ্যানেল এবিএসের দেখা মিলবে।
EICMA-তে Hero আনছে চার-চারটি টু হুইলার, যার মধ্যে একটি ই-স্কুটার, রইল তালিকা
Royal Enfield Interceptor Bear 650-এ শক্তির উৎস হিসাবে থাকছে ৬৫০ সিসি প্যারালাল টুইন মোটর। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এমনিতে এই ইঞ্জিন থেকে ৫২ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে সঙ্গ দিতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।