সম্ভবত মনোতোষকে ফিরিয়ে এনে ‘দুর্দিনে’ ঘুরে দাঁড়াতে চাইছে মশাল বাহিনী

সূচি অনুযায়ী শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হয় ভুটানের…

East Bengal FC possible First XI against Chennaiyin FC

সূচি অনুযায়ী শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হয় ভুটানের স্থানীয় ক্লাব পারো এফসির সঙ্গে। এই ম্যাচে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পায়নি ময়দানের এই প্রধান। পূর্ন সময়ের শেষে ২-২ গোলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচ। পরবর্তী ম্যাচের আগেই ব্যস্ত লাল-হলুদ শিবিরের নতুন কোচ থেকে ফুটবলাররা। তবে এই ম্যাচের নামার আগে কি নতুন হাতিয়ার খুঁজে পেল মশাল-বাহিনী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে ঘিরে আলোচনা শুরু দলের সমর্থকদের মধ্যে।

বৈঠকে মহামেডান কর্তৃপক্ষ, আলোচনায় কোচ বদলের প্রসঙ্গ!

   

২৯ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে অস্কার ব্রুজোর দল। প্রতিপক্ষ বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। আবার ইস্টবেঙ্গলের এই নতুন স্প্যানিশ কোচের প্রাক্তন দল। তাই সেই দলের বিরুদ্ধে নামার আগে নতুন ভাবে ঘুঁটি সাজাতে ব্যস্ত আনোয়ার, মাদিহ তালালদের নতুন হেড স্যার। বাংলদেশের এই ক্লাবের বিরুদ্ধে কি বাংলার ফুটবলারকে নতুন অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে মশাল জ্বালাতে চাইছেন অস্কার ব্রুজো। মশাল-ব্রিগেডের ফ্যান্স ক্লাবের এক পোস্ট ঘিরে তেমনই প্রশ্ন ওটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

জল্পনার অবসান! মাত্র ৬ মাসের মাথাতেই পাকিস্তানের কোচের পদ ছাড়লেন কার্স্টেন

ম্যাচের দুই দিন আগে থেকেই জোড় কদমে অনুশীলনে নেমে পড়েছিলেন দিমিত্রিওস, ক্লেন্টনরা। তাঁদের লক্ষ্য একটাই বসুন্ধরা কিংসকে হারিয়ে এএফসিতে পরবর্তীতে রাউন্ডে পৌঁছাতে নিজেদের জায়গা নিশ্চিত করা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ছবি নজরে আসছে। লাল-হলুদের জার্সির নম্বর ৬৩, তার পাশে লেখা ‘নতুন সপ্তাহ, নতুন চ্যালেঞ্জ’।

ঘরের মাঠে আটকে গেল মুম্বই সিটি এফসি, হতাশ পেট্র ক্র্যাটকি

স্বভাবতই এর পর প্রশ্ন উঠছে তাহলে কি বাংলদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মনোতোষ চাকলাদারকেই হাতিয়ার হিসেবে দেখছেনা লাল-হলুদের নতুন কোচ। তাঁকে কি দেখা যাবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে। যদিও সেটা সময়ের অপেক্ষা। তবে এই বিষয়ে বাংলার বহু প্রাক্তন ফুটবলার জানাচ্ছেন, খাদের কিনারা থেকে ময়দানের এই প্রধান যদি বাঙালি ফুটবলারকে কাজে লাগাতে চান, তাহলে এটা মনোতোষের কাছে বড়ো সুযোগ নিজেকে প্রমাণ করার।