আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই থিয়েটার দু সাতেলে সেজে উঠবে বিশ্বজয়ী বরণের মঞ্চে। প্যারিসের আজকের মুখরিত সন্ধ্যায় ব্যালন ডি’অর নামের যে ‘অপেরা’ মঞ্চস্থ হবে থিয়েটার দো সাঁতলেতে তাকে ঘিরে বিশেষভাবে আগ্রহী হয়ে আছে সমগ্র ফুটবল বিশ্ব। কারণ বেশ কয়েক যুগ কাটিয়ে এই প্রথমবার সম্ভাব্য তালিকার বাইরে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই এই দুই মহারথীকে সরিয়ে কে শেষমেশ এই প্রতিযোগিতার নতুন বিজয়ী হয়ে ওঠেন সেটা ঘিরেই ক্রমশ আগ্রহ বাড়ছে সমগ্র বিশ্বের ফুটবল সমর্থকদের। তবে পুরস্কার উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু দেরি থাকলেও ফরাসি কর্মকতারা এই বিষয়ে গতকালই চাঞ্চল্যকর তথ্য (Ballon d’Or 2024 winner update) প্রদান করেন।
বেশ কিছুমাস আগেই এ বছরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা আগেই প্রকাশ করেছিলআয়োজক দেশ ফ্রান্স। তবে এই ৩০ জনের মধ্যে ফুটবল জগতের বেশ কিছু তারকারাও দৌড়ে ছিলেন। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদ থেকে দৌড়ে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, জার্মান তারকা টনি ক্রুস, স্পেনের দানি কার্বাহাল, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সহ আরও দুজন। বার্সেলোনা থেকে আছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটি থেকে আছেন স্পেনের রদ্রি আর নরওয়ের আর্লিং হলান্ডের মতো বড় নাম।
তবে যোগ্যতা, সামগ্রিক ফুটবল পারফরম্যান্স, ব্যক্তিগত গোল , এসিষ্ট প্রমুখ মিলিয়ে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব আর বিশ্বজোড়া ফুটবল বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ বলছে, এবারের ব্যালন ডি’অর জয়ের দাবিদার মাত্র দুইজন ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রি। ভিনিসিয়ুস ফরোয়ার্ড আর রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঠে দুজনের ভূমিকা দুই রকম। তবে দুই তারকার মধ্যে ভিনিসিয়সই নাকি রাতে এই খেতাব পেতে চলেছেন বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলি (Ballon d’Or 2024 winner update)। এছাড়াও মাদ্রিদ ফরোয়ার্ডের ব্যক্তিগত স্পনসর নাইকি ভিনির এই খেতাব নিশ্চিত জেনেই তাঁকে উৎসর্গ করে একটি বিশেষ ‘বুট’ বাজারে নিয়ে আসছে।
Mwakenya wa Balon D’or
Leaked image showing Vini Jnr as the official winner of the 2024 Ballon d’Or.🇧🇷 pic.twitter.com/98BUFRbgvQ
— Six Sousands (@bertlet_mc) October 28, 2024
এ বিষয়ে রিয়্যাল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ” ভিনিসিয়ুসই ব্যালন ডি’অর জিতবে। এটা মাদ্রিদের হয়ে অধিকাংশ গোল করেছে বলে বলছি না। এটা বলছি, কারণ ও অনন্য। ওঁর মত দ্রুতগতির ফরোয়ার্ড খুব কমই আছে এই মুহূর্তে”। তবে মাদ্রিদ কোচ আত্মবিশ্বাসী থাকলেও খুব একটি মাথা ঘামাচ্ছেন না সিটি কোচ পেপ গার্দিওলা। এদিন তিনি বলেন, “রদ্রি পুরস্কারটি জিতলে আমরা খুব খুশি হব। পুরস্কার রদ্রির প্রাপ্য। কিন্তু আরেকজনেরও হয়তো এটা প্রাপ্য। হবে তো ভোটাভুটি। তাই ভোটই শেষমেশ নির্ধারণ করে দেবে আসল খেতাব।”
নদীয়ার যুবক শিবাঙ্কুরের স্বর্ণজয়: জেলায় নতুন পালক যুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতায়
গত মরশুমে ভিনিসিয়ুস ব্রাজিল ও রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন। ২৬টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। প্রতি ১৪৬ মিনিটে গোল করেছেন ভিনি। ড্রিবল করেছেন ৪১.৬ শতাংশ। জিতেছেন তিনটি শিরোপা—চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। স্পেন ও ম্যানসিটির হয়ে সব মিলিয়ে রদ্রি ম্যাচ খেলেছেন ৬৩টি। গোল ১২টি, গোলে সহায়তা ১৬টি। গোলপ্রতি গুরুত্বপূর্ণ পাস ১.৬৭। বড় সুযোগ তৈরি করেছেন ১১টি। শিরোপা জিতেছেন চারটি—স্পেনের হয়ে ইউরো আর সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। সব মিলিয়ে অপ্টার পাওয়ার পয়েন্টিংয়ে এখনও পর্যন্ত ভিনি পেয়েছেন ৭.৩৬ পয়েন্ট, রদ্রি ৭.৮৯।
ঘরের মাঠে আটকে গেল মুম্বই সিটি এফসি, হতাশ পেট্র ক্র্যাটকি
প্রসঙ্গত উল্লেখ্য যে, থিয়েটার দু সাতেলে হল প্যারিসের বিখ্যাত অপেরা হাউস। একেকটি থিয়েটার বা অপেরা সন্ধ্যায় শিল্প আর সংস্কৃতি অঙ্গনের মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে থিয়েটার দু সাতেলের প্রাঙ্গণ। আজকেও ভরে উঠবে সেই প্রাঙ্গন। তবে আজকের রাতটা অবশ্য ফুটবল দুনিয়ার মানুষের জন্য। এখন দেখা যাক কে হবেন সেই নায়ক—ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি (Ballon d’Or 2024 winner update)।