নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় চাইছেন লোবেরা

গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ওডিশা এফসি (Odisha FC)। সেবার সুপার কাপ ফাইনালে পরাজিত হওয়ার পর আইএসএলের প্লে-অফ থেকে ও ছিটকে যেতে…

Odisha FC Coach Sergio Lobera

গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ওডিশা এফসি (Odisha FC)। সেবার সুপার কাপ ফাইনালে পরাজিত হওয়ার পর আইএসএলের প্লে-অফ থেকে ও ছিটকে যেতে হয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিস সমর্থকদের। নয়া সিজনে সেই ভুল ত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সার্জিও লোবেরার (Sergio Lobera) ছেলেদের। কিন্তু আগের বছরের হতাশাজনক পারফরম্যান্সের পর এবারের আইএসএলের শুরুটা ও খুব একটা আরামদায়ক ছিলনা ওডিশা এফসির। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসির কাছে।

তারপর দ্বিতীয় ম্যাচে ও বজায় থাকে সেই একই ধারা। এবার অ্যাওয়ে ম্যাচে তাঁদের পরাজিত হতে হয়েছিল শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে। টানা দুইটি ম্যাচ পরাজিত হওয়ার ফলে আত্মবিশ্বাস অনেকটাই তলানিতে গিয়ে ঠেকে ছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। তবে সেখান থেকেই দল ঘুরে দাঁড়ায় জামশেদপুর ম্যাচে। সেই ধারা বজায় রেখে পরবর্তীতছ ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে জয় আসলেও এবার ফের আটকে গেল দিয়াগো মাউরিসিও’র ফুটবল দল। নির্ধারিত সূচি অনুযায়ী গত রবিবার সন্ধ্যায় মুম্বাই ফুটবল এরিনায় পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল ওডিশা।

   

ম্যাচের শুরুতে রয় কৃষ্ণার গোলে এগিয়ে গেলেও সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে মুম্বাই সিটি এফসিকে সমতায় ফেরান গ্ৰীক ফরোয়ার্ড নিকোলাওস কারেলিস। তারপর গোটা ম্যাচ জুড়ে একাধিকবার গোল করার সুবর্ণ সুযোগ উঠে এসেছিল উভয় দলের কাছে। কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষে। নাহলে একেবারেই বদলে যেতে পারত ম্যাচের পরিস্থিতি। তবে ম্যাচের শেষের দিকে মুম্বাই সিটি গোল তুলে নেওয়ার জন্য আক্রমণের তেজ বাড়লেও কাজের কাজ কিছুই হয়নি। বরং কার্লোস ডেলগাডো এবং মুর্তাজা ফলের মতো দাপুটে ফুটবলারদের কাছে আটকে যেতে হয় বিক্রম প্রতাপ সিংদের।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল।‌ যা নিয়ে প্রচন্ড হতাশ ওডিশা কোচ সার্জিও লোবেরা। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি বলেন, “আমরা এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। কিন্তু এক পয়েন্ট নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এটা দলের জন্য খুব একটা ভালো দিক নয়। তবে এই ম্যাচটি বিশ্লেষণ করলে দেখা যায় আমরা দুইটি ম্যাচে পরাজয়ের বদলে একটি করে পয়েন্ট সংগ্রহ করেছি।

পাশাপাশি মুম্বাইয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ” আমরা যথেষ্ট কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি। আমি মনে করি আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে। তাই আমরা এক পয়েন্ট সংগ্রহ করতে পেরেছি।” সূচি অনুযায়ী আগামী ৩রা নভেম্বর শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে ওডিশা এফসি। এখন এই ম্যাচ থেকেই জয়ে ফিরতে চায় জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল।