অন্য রকমভাবে প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা সুষমা স্বরাজের ৭০ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রয়াত হন সুষমা স্বরাজ। দিনটি ছিল ২০১৯ সালের ৬ আগস্ট।
সম্প্রতি প্রধানমন্ত্রী ভোট প্রচারের জন্য পাঞ্জাবের জলন্ধরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি ফেসবুক পোস্টে তিনি তাঁর প্রাক্তন সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানান। লেখেন, সুষমা স্বরাজ গুজরাটে তাঁর গ্রামে গিয়েছিলেন। “প্রায় ২৫ বছর আগের কথা। তখন আমি বিজেপির একজন সংগঠক। সুষমাজি তখন গুজরাটে নির্বাচনী সফরে গিয়েছিলেন। তিনি আমার গ্রাম ভাদনগরে গিয়েছিলেন। আমার মায়ের সঙ্গে দেখাও করেছিলেন। সেই সময়ে, আমাদের পরিবারে এক কন্যা সন্তান জন্মায়। জ্যোতিষীরা তার ভাগ্য বিচার করে একটি নাম নির্ধারণ করেছিলেন কিন্তু সুষমাজির সঙ্গে দেখা করার পরে, আমার মা তার নাম সুষমা রাখেন।”
প্রধানমন্ত্রী আরও লেখেছে, “আমার মা খুব বেশি শিক্ষিত নন। কিন্তু তিনি মননে খুব আধুনিক। তিনি যেভাবে সেদিন সকলের সামনে তাঁর সিদ্ধান্ত জানিয়েছিলেন, তা আমার আজও মনে আছে।”
সুষমা স্বরাজ, ৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিদেশমন্ত্রী হিসাবে তাঁর অবদান এখনও মনে রেখেছে মানুষ। বিশেষত অন্য দেশে আটকে পড়া লোকদের সাহায্য করার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণী। শুধু তাই নয়, ভারতে চিকিৎসার জন্য জরুরী ভিত্তিদের বিদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর উদারতা, উষ্ণতা এবং মৃদু হাস্যরস তাকে সামাজিক মাধ্যমেও জনপ্রিয় করেছিল।