‘আমি যে তোমার 3.0 গান লঞ্চে বিপত্তি’! নাচ করতে গিয়ে পা পিছলে পড়লেন বিদ্যা

প্রিয়দর্শন পরিচালিত ভুল ভুলাইয়া ক্লাসিক কাল্ট মুভিগুলির মধ্যে গণ্য করা হয়। ছবির চরিত্রের পাশাপাশি ‘আমি যে তোমার’ গানটিও ছিল বাম্পার হিট। ভুল ভুলাইয়া ৩ (Bhool…

Vidya Balan

প্রিয়দর্শন পরিচালিত ভুল ভুলাইয়া ক্লাসিক কাল্ট মুভিগুলির মধ্যে গণ্য করা হয়। ছবির চরিত্রের পাশাপাশি ‘আমি যে তোমার’ গানটিও ছিল বাম্পার হিট। ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) শীঘ্রই মুক্তি পাচ্ছে এবং ছবি মুক্তির আগে আমি যে তোমার 3.0 মুক্তি পেয়েছে।

যা বের হওয়ার সাথে সাথেই জনপ্রিয় হয়ে উঠেছে। এই সময়ে আমি যে তোমার 3.0 গান লঞ্চের ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে মাধুরীর সঙ্গে নাচ করতে গিয়ে পড়ে যান বিদ্যা (Vidya Balan slipped during dance)। এমন পরিস্থিতিতে মাধুরী যেভাবে বিদ্যাকে সামলেছেন তা দেখে শুধু বিদ্যা নয় খুশি হেয়েছেন দর্শকরা।

   

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে আমি যে তোমার 3.0 গানে মঞ্চে একে ওপরকে প্রতিদ্বন্ধিতা করছিলেন বিদ্যা (Vidya Balan) এবং মাধুরী (Madhuri Dixit)। তাদের দুজনের দূরন্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল দর্শকরা। এই নাচের মাঝেই হঠাৎ বিপত্তি। পা পিছলে পড়ে যান বিদ্যা (Vidya Balan slipped during dance)। তবে পড়ে যাওয়ার পরেও নাচ চালিয়ে যাচ্ছিলেন বিদ্যা। সেই সঙ্গে মাধুরী তাকে এমন ভাবে সর্মথন করেন যে কাউকে বুঝতে দেননি বিদ্যা পড়ে গিয়েছে।

Vidya Balan

এই প্রসঙ্গে বিদ্যা (Vidya Balan) বলেন, ‘মাধুরী দিক্ষিতের সঙ্গে মঞ্চ শেয়ার করা আমার পক্ষে সহজ ছিলনা। এটি আমার স্বপ্ন ছিল। আমি যখন এক দুই তিন গানটি দেখেছিলাম, আমি চেয়েছিলাম তার মতো নাচতে। আজ আমি তার সঙ্গে নাচছি, অবশ্য আমি পড়ে গিয়েছিলাম। কিন্তু তিনি যেভাবে আমাকে সামলালেন। এটি আপনার জ্ন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।’ সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে এই ভিডিও । এবং এই ভিডিও দেখে সকলে মাধুরী দিক্ষিতের প্রশংসা করছেন। এছাড়াও ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) মাধুরী এবং বিদ্যাকে মঞ্জুলিকা চরিত্রে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে।

প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথম মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া। যেখানে বিদ্যা বালানের (Vidya Balan)মঞ্জুলিকা চরিত্র মন ছুঁয়ে নিয়েছিল সকলের। এর ২০২২ সালে ছবির সিক্যুয়াল মুক্তি পেয়েছিল। ভুলভুলাইয়া ২ ছবির কাস্টিংয়ে পরির্বতন করা হয়। রুহ বাবার চরিত্রে সকলের নজর কাড়ে কার্তিক ।

ভুলভুলাইয়া ২ ছবি ব্যাপক সাফ্যলে পেয়েছিল বক্স-অফিসে। এবার দীপাবলিতে আসছে ভুলভুলাইয়া ৩ (Bhool Bhulaiyaa 3) । এই ছবিতে বড় চমক দিতে এসেছেন পরিচালক অনীশ বাজমি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে মাধুরী দীক্ষিতকে দেখা যাবে বলে খবর। এ ছাড়াও তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়ার নাও রয়েছে তালিকায়।

উল্লেখ্য, এই একই সময়ে অজয় দেবগণ অভিনীত ‘সিংঘম অ্যাগেইন ’ মুক্তি পাবে। ‘সিংঘম’ ও তার পর পর সিক্যুয়েল, সবকটাই ব্লকবাস্টার হিট। রোহিত শেট্টির এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ সবসময়ই উর্দ্ধমুখী। অন্যদিকে, হরর কমেডি ‘ভুলভুলাইয়া থ্রি’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে যথেষ্ট উচ্চাশা তৈরি হয়েছে।