বুলেট এবার 650cc ইঞ্জিন পাচ্ছে, বাইকটির বিশেষত্ব কী

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে একের পর এক মোটরসাইকেলের টেস্টিং চালাচ্ছে। যার মধ্যে রয়েছে Classic 650, Interceptor 650 এবং Hunter 350-র নয়া সংস্করণ। এবারে আরও…

royal enfield bullet 650 twin spied testing

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে একের পর এক মোটরসাইকেলের টেস্টিং চালাচ্ছে। যার মধ্যে রয়েছে Classic 650, Interceptor 650 এবং Hunter 350-র নয়া সংস্করণ। এবারে আরও এক বাইকের টেস্টরান চেলাতে দেখা গেল। এটি হচ্ছে Royal Enfield Bullet 650 Twin। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মডেলটির মহড়া চালাতে দেখা গিয়েছিল। চলুন বাইকটির সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

প্রথমেই বলে রাখি, Royal Enfield Bullet 650 Twin সংস্থার Super Meteor 650 and the Shotgun 650-এর চ্যাসিসের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। আসন্ন Classic 650 Twin এবং Bullet 350-এর থেকে স্টাইলিংয়ে বহু বৈশিষ্ট্য নিয়েছে বাইকটি। যেমন বিক সহ একটি গোলাকৃতি হেডলাইট, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, স্কোয়ার-অফ রিয়ার ফেন্ডার এবং সিঙ্গল-পিস সিট। এর ওল্ড স্কুল ঘরানা অক্ষত রাখতে, বুলেট 650 টুইন ওয়্যার স্পোক হুইলে ছুটবে। এতে অ্যালয় হুইলের কোন বিকল্প থাকবে বলা যায়।

   

TVS এই জনপ্রিয় টু হুইলার ইলেকট্রিক অবতারে আনছে, লঞ্চ কবে দেখুন

বুলেট নামের ব্র্যান্ড ভ্যালু আজও একইরকম রয়েছে। দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরাঞ্চলে এই বাইকের বিপুল জনপ্রিয়তা। তাই এইসব জায়গায় যে সকল ক্রেতারা বর্তমানে বুলেট ৩৫০ ব্যবহার করছেন তাদের কাছে Bullet 650 Twin বিশেষ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী সংস্থা।

লঞ্চের আগেই KTM 390 Adventure সিরিজ বাইকের বিশদ বৈশিষ্ট্য ফাঁস হল, দেখে নিন

Royal Enfield Bullet 650 Twin-এ শক্তির উৎস হিসাবে থাকছে সংস্থার বিখ্যাত ৬৪৮ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন। যা রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি মডেলেও রয়েছে। এটি থেকে সর্বোচ্চ ৪৬.৪ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। 

জানিয়ে রাখি, আসন্ন Bullet 650 Twin সংস্থার ৬৫০ সিসির সর্বাধিক সস্তার মডেল হিসাবে আসবে। ২০২৫-এর মাঝামাঝিতে ভারতের বাজারে পা রাখবে বাইকটি। বর্তমানে সংস্থার লক্ষ্য কেবলমাত্র Classic 650 Twin এওেবং Bear 650-এর দিকে। বাইক দুটি আসন্ন EICMA 2024-এ প্রদর্শিত হবে।