রাহুল ইন, পূজারা আউট! বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাংলা থেকে একাধিক ‘চমক’ বিসিসিআইয়ের

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ জেতার পর থেকেই শুরু হয়েছিল একরাশ জল্পনা। কারা সুযোগ পাবেন, কাদের বসতে হবে সেই নিয়ে উত্তাল ছিল সমগ্র ক্রিকেটবিশ্ব।অবশেষে গতকাল রাতে…

Team India Squad Announced for Border-Gavaskar Trophy 2024 Against Australia

short-samachar

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ জেতার পর থেকেই শুরু হয়েছিল একরাশ জল্পনা। কারা সুযোগ পাবেন, কাদের বসতে হবে সেই নিয়ে উত্তাল ছিল সমগ্র ক্রিকেটবিশ্ব।অবশেষে গতকাল রাতে বর্ডার-গাভাস্কার ট্রফি (BGT) এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের নাম ঘোষণা করে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে বিসিসিআই (BCCI)। তবে চমকপ্রদ বিষয় হলো, জল্পনার তুঙ্গে থেকেও এই সফরে ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন সিনিয়র পেসার মহম্মদ শামি, যাঁর জায়গায় নির্বাচকরা তরুণ তারকা প্রসিধ কৃষ্ণাকে দলে অন্তর্ভুক্ত করেছেন (Border Gavaskar Trophy Team India Squad)।

   

এছাড়াও তরুণ পেসার আকাশ দীপ এবং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। বিসিসিআই কর্তৃপক্ষ দলটিকে ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক করার জন্য একাধিক তরুণ খেলোয়াড়ের উপর ভরসা রেখেছেন । প্রসঙ্গত, এই সিরিজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ভারতীয় দলের নতুন সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহ। ব্যাটিং বিভাগে একজন আরেকবার আস্থা রাখা হয়েছে কেএল রাহুলের উপর, যদিও তাঁর সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়।

বোলিং বিভাগে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওয়াশিংটন সুন্দর তাঁর জায়গা মজবুত করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার পাশাপাশি এবার সুন্দরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। তবে জায়গা মেলেনি কুলদীপ যাদবের| ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার জন্য রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল।

এছাড়াও জায়গা পেয়েছেন তরুণ উইকেট কিপার-ব্যাটার ধ্রুব জুরেল। এছাড়াও সদ্য বেঙ্গালুরু টেস্টে দেড়শত রান করে ইতিহাস সৃষ্টি করা সরফরাজ খানও অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে চলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে সাফল্য এলেও দলে জায়গা হয়নি চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের।

BSNL: দূরদর্শনের পর এবার রাতারাতি গেরুয়াকরণ হল বিএসএনএল

তবে বাংলার জন্য রয়েছে সুখৰর। বাংলা থেকে শামি বাদ পড়লেও একঝাঁক তারকা সুযোগ পেয়েছেন অস্ট্রেলীয় সফরে (Border Gavaskar Trophy Team India Squad)। চলতি রঞ্জি ট্রফিতে শতক হাঁকানো বাংলার ব্যাটার অভিমুন্য ঈশ্বরণ সুযোগ পেয়েছেন এই দলে। প্রসঙ্গত উল্লেখ্য যে দলীপ ট্রফিতেও তিনি তাঁর অসামান্য ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছেন। এছাড়াও বাংলার আকাশ দীপ নিজের সহজাত দক্ষতায় জায়গা করে নিয়েছেন। রিজার্ভ প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছেন মুকেশ কুমারও।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিরিজেও একাধিক তরুণ খেলোয়াড়ের উপর ভরসা রাখছে বিসিসিআই। তবে দলীপ ট্রফিতে আশা জাগালেও জায়গা হয়নি নভদীপ সিং সাইনির।

শুক্রবার আরও ২৭ টি, ১১ দিনে ৩০০ বিমানে বোমাতঙ্ক ঘুম উড়িয়েছে কেন্দ্রের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন,. রবীন্দ্র জাডেজা, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক),মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমণদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ , আভেশ খান, যশ দয়াল।